দেশনিউজ

বিজেপি-শিবসেনা নিজেদের রাস্তা দেখুক, পাওয়ারের মন্তব্যে জল্পনা

Advertisement
Advertisement

অরূপ মাহাত: মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে জোট করে লড়েছিল বিজেপি ও শিবসেনা। উল্টোদিকে জোট করে লড়াইয়ে নেমেছিল কংগ্রেস, এনসিপি-ও। বিধায়ক সংখ্যার বিচারে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি-শিবসেনা জোট। তবুও ১৯ দিন ধরে কোনও দলই সরকার গঠন করতে না পারায় রাষ্ট্রপতি শাসন জারি করেন রাজ্যপাল ভগত সিং কোশারী।

Advertisement
Advertisement

আরব সাগরের তীরের এই রাজ্যে বিজেপিকে রুখতে সমস্ত অ-বিজেপি দলগুলো জোটবদ্ধ হচ্ছে বলে খবরে প্রকাশিত হয়েছিল। শিবসেনা মুখ্যমন্ত্রীত্বের দাবিতে এনডিএ জোট ছেড়ে এনসিপি-কংগ্রেসের সাথে হাত মিলিয়ে সরকার গঠন করতে চলেছে। নিজেদের মধ্যে মন্ত্রীসভার ভাগ বন্টন নিয়েও আলোচনা সম্পন্ন হয়েছে বলে খবরে প্রকাশিত হয়েছিল।

Advertisement

কিন্তু জল্পনা বেড়েছে সংসদের শীতকালীন অধিবেশনে যোগ দিতে দিল্লীতে আসা এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ারের এক মন্তব্যে। মহারাষ্ট্রে জোট সরকারের বিষয়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে পাওয়ার বলেন, ‘বিজেপি ও শিবসেনা জোট করে বিধানসভায় লড়াই করেছে। এবার ওরা ওদের নিজেরটা দেখে নিক। এনসিপি ও কংগ্রেস নিজেদেরটা দেখে নেবে।’ এনসিপি সুপ্রিমোর এই মন্তব্যকে ঘিরে সরকার গঠন নিয়ে জটিলতা বাড়ছে মহারাষ্ট্রে। তবে এবিষয়ে শিবসেনার পক্ষ থেকে কোন মন্তব্য করা হয়নি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button