Today Trending Newsদেশনিউজ

কর্ণাটকে ১৫ টি আসনের উপনির্বাচনে ১২ টিতেই বিজেপি, হার স্বীকার কংগ্রেসের

Advertisement
Advertisement

কর্ণাটক : কর্ণাটকে ১৫ টি আসনের উপনির্বাচনের ফলপ্রকাশ আজ। আর সকাল থেকে গণনা শুরু হতেই বিজেপি ১৫ টির মধ্যে ১২ টিতেই এগিয়ে আছে। চারমাস পুরোনো ইয়েদুরাপ্পা সরকারকে ক্ষমতায় টিকে থাকতে হলে এই উপনির্বাচনে কমপক্ষে ৬ টি আসন পেতেই হতো। সেই অবস্থায় দাঁড়িয়ে বিজেপি এখন ১২ টি আসনে এগিয়ে।

Advertisement
Advertisement

গত ৫’ই ডিসেম্বর কর্ণাটকের ১৫ বিধানসভা আসনে উপ-নির্বাচনের ভোট নেওয়া হয়। আজ তারই ফলপ্রকাশ। প্রসঙ্গত চারমাস আগে কংগ্রেসের ১৪ ও জেডিএসের ৩ বিধায়ক ইস্তফা দিলে কর্ণাটকে ভেঙে যায় কংগ্রেস ও জেডিএস জোটের সরকার। ইস্তফা দেওয়া বিধায়কদের বিধায়ক পদ খারিজ করে স্পিকার।

Advertisement

তারপরই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। উপনির্বাচনের এই ফলাফল নিয়ে কংগ্রেস নেতা ডিকে শিবকুমার বলেছেন, মানুষের রায় তারা মাথা পেতে নিচ্ছেন। ১৫ টি কেন্দ্রে মানুষ তাদের উপর ভরসা করেনি এটা তারা মাথা পেতে নিচ্ছেন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা। এই হার নিয়ে আশাহত হলে চলবে না, বরং সংগঠন মজবুত করে মানুষের আরও কাছে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button