দেশনিউজ

সরকার গড়তে প্ল্যান বি তৈরি বিজেপির

Advertisement
Advertisement

মহারাষ্ট্র : দীর্ঘদিনের সম্পর্কে জটিলতা সৃষ্টি হয়েছে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর। সরকার গড়তে জোট শরিককে নতুন শর্ত দিয়েছে শিবসেনা। বিজেপি আবার সেই শর্ত মেনে নিতে রাজি নয়। এই অবস্থায় সরকার গঠনে জটিলতা বাড়ছে। ফল ঘোষণার পর সপ্তাহ পেরালেও এখনও সরকার গঠনের দাবি জানায়নি কোন দলই। জল মাপছে সব পক্ষ।

Advertisement
Advertisement

শিবসেনার পক্ষ থেকে এনসিপি-র সাথে সরকার গড়ার ব্যাপারে কথা এগিয়েছে। বাইরে থেকে সমর্থন করার কথা ঘোষণা করেছে কংগ্রেসও। দলের প্রথম সারির নেতাদের সাথে বৈঠকে বসছেন এনসিপি সুপ্রিমো শরদ পাওয়ার। এরপর কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথেও আলোচনা করার কথা তাঁর। আবার রাজ্যসভার কংগ্রেস সাংসদ হুসেন দালওয়াই সোনিয়া গান্ধীকে চিঠি লিখে অবিজেপি সরকার গড়তে শিবসেনাকে সমর্থনের আর্জি জানিয়েছেন। অন্যদিকে, বসে নেই বিজেপিও।

Advertisement

সরকার গড়তে ছোট ছোট দলগুলোকে পাশে টানার চেষ্টা করে চলেছে মহারাষ্ট্র বিজেপি। বিজেপির পক্ষ থেকে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (এ), রাস্ট্রীয় সমাজ পক্ষ, রায়াত ক্রান্তি সংগঠনের মতো ছোট ছোট দলগুলোর সাথে কথা বলে সমর্থন আদায়ের চেষ্টা করে চলেছে তারা। শেষ পর্যন্ত শিবসেনা যদি এনডিএ ছেড়ে বেরিয়েই যায় তাহলে বিজেপি কাছে এই ছোট দলগুলোই সরকার গঠনে ভরসা জোগাবে। এর সাথে দল ভাঙিয়ে আনা বিধায়কের সমর্থন প্রয়োজন শুধু।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button