নিউজরাজ্য

মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ‘পাখি মাছ’, মাছ দেখতে ভিড় সাধারন মানুষের

Advertisement
Advertisement

দীঘা সমুদ্রে এক সামুদ্রিক মাছ কে ঘিরে মানুষের ভিড় চোখে পড়ে সোমবার। বিশাল আকৃতির পাখি মাছ নামের একটি সামুদ্রিক মাছ মৎস্যজীবীদের জালে ধরা পড়লে মাছটিকে রিকশায় করে দীঘা মোহনার বাজারে নিয়ে আসা হয়। অদ্ভুত দেখতে এই মাছটিকে পাখি মাছ বলা হয় কারণ মাছটির পাখির ন্যায় ডানা রয়েছে।

Advertisement
Advertisement

এর আগেও অদ্ভুত দেখতে এই মাছটি মৎস্যজীবীদের জালে উঠেছে তবে এই প্রথম এতো বড় আকারের পাখি মাছ দেখা গেল দীঘার সমুদ্রে জানিয়েছেন স্থানীয় শ্যামসুন্দর দাস, যিনি দীঘার ফিশারম্যান এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক। মাছটির বিজ্ঞানসম্মত নাম মার্লিন ফিশ।

Advertisement

প্রায় ১৫ ফুট লম্বা ৮০ কেজি ওজনের এই মার্লিন ফিশ কে দেখার জন্য মোহনার বাজারে স্থানীয় মানুষ, পর্যটকের হইচই দেখা যায়। নিলাম ওঠে মাছটির।১০ হাজার টাকায় মাছটি কিনে নেয় কলকাতার একটি মৎস্য ব্যবসায়ী কোম্পানি। বিশাল আকৃতির এই পাখি মাছটি ছাড়াও আরও ১২ টি ছোট ছোট পাখি মাছ ধরা পড়ে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button