পোস্টপেড গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এল ভোডাফোন। এই অফারের মাধ্যমে ১৫০ জিবি অতিরিক্ত ডেটা দেওয়া হচ্ছে ব্যবহারকারীদের। অফারটির নাম রাখা হয়েছে ভোডাফোন রেড। Vodafone RED 399 অফারে গ্রাহকদের ৬ মাস আনলিমিটেড কলিং এর সুবিধা দেওয়া হবে। তাছাড়া এই অফারটিতে গ্রাহকদের প্রতি মাসে ৪০ জিবি ডেটা দেওয়া হবে। ব্যবহারকারীরা এই ডেটা রোলওভারও করতে পারবেন, যার লিমিট ২০০ জিবি রাখা হয়েছে। অর্থাৎ মাসে ৪০ জিবি ডেটা শেষ না করতে পারলে, অবশিষ্ট ডেটা পরের মাসের ডেটার সাথে যুক্ত হয়ে যাবে। মোট ডেটা ২০০ জিবি না পৌঁছানো পর্যন্ত এই ডেটা যুক্ত হতে থাকবে। এছাড়া এই প্ল্যানটিতে ফ্রী নেশনাল রোমিং ও এসএমএসের সুবিধাও পাওয়া যাবে।
Related Articles
Post Office Scheme: মাসে মাসে ২০ হাজার টাকা পেনশন পাবেন, বাম্পার স্কিম নিয়ে এলো পোস্ট অফিস
December 14, 2024
Tata Nano EV: ৪০০ কিমি মাইলেজ সহ সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি, কিনুন মাত্র ২.৫ লাখে
December 14, 2024