ক্রিকেটখেলা

এবারের IPL এ বিরাট পরিবর্তন, নতুন চমকে থাকছে ‘পাওয়ার প্লেয়ার’

Advertisement
Advertisement

ক্রিকেটেও এবার ফুটবলের মত খেলোয়াড় পরিবর্তন করা যাবে। ভাবছেন ধুর! এরকম আবার হয় নাকি? ভুল নয়, একদম সত্যি। বিসিসিআই পরবর্তী আইপিএলে এরকমই একটি চমক যুক্ত করতে চলেছে, নাম দেওয়া হয়েছে “পাওয়ার প্লেয়ার”।

Advertisement
Advertisement

প্রত্যেকটি দল একটি ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর বা ওভারের শেষে এবার থেকে খেলোয়াড় পরিবর্তন করতে পারবে। এক্ষেত্রে ১৫ সদস্যের দলের খেলোয়াড়দের নাম আগে থেকে প্রকাশ করতে হবে। আইএএনএস কে দেওয়া এক সাক্ষাৎকারে বিসিসিআইয়ের এক বরিষ্ঠ অফিসার জানান বিষয়টি অনুমোদন পেয়ে গিয়েছে। আইপিএল গভর্নিং কমিটির সাথে এ ব্যাপারে আরও আলোচনা করা হবে। বিসিসিআই ব্যাপারটি আইপিএলে যুক্ত করার আগে পরীক্ষামূলকভাবে ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দেখে নিতে চাইছে।

Advertisement

ধরুন শেষ ওভারে দলের জিততে ২০ রান দরকার এবং কোন কারণবশত আন্দ্রে রাসেলের মত প্লেয়ার প্লেয়িং ইলেভেনে নেই কিন্তু ১৫ সদস্যের দলে রয়েছে। এবার থেকে আন্দ্রে রাসেলকে দল ওই শেষ ওভারের জন্য খেলাতে পারবে বা একই রকমভাবে একটি দলকে শেষ ওভারে ৬ রান প্রতিহত করতে হবে কিন্তু বুমরাহ দলের প্লেয়িং ইলেভেনে নেই কিন্তু ১৫ সদস্যের দলে রয়েছে। এবার থেকে বুমরাহ কে দল ঐ শেষ ওভারে খেলাতে পারবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button