ব্যবসা-বানিজ্য ও অর্থনীতিদেশনিউজ

Big Update on Aadhaar Card: আধার কার্ড নিয়ে বড় ঘোষণা, জানুন কী জানালো UIDAI

আধার নিয়ামক সংস্থার তরফ থেকে একটা বড় আপডেট দেওয়া হয়েছে আধার কার্ড সম্পর্কে

Advertisement

আধার কার্ড নিয়ে আবারো বড় ঘোষণা জারি করল ভারত সরকার। আবারো একবার বিনামূলে আধার আপডেট করার সময়সীমা বৃদ্ধি করা হলো সরকারের তরফ থেকে। এর আগে পর্যন্ত ১৪ই মার্চ পর্যন্ত বিনামূল্যে আধার আপডেট করার সময়সীমা দেওয়া হয়েছিল। তবে এবারে এই সময়সীমা বৃদ্ধি করে ১৪ জুন ২০২৪ করা হয়েছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম X-এ এই নিয়ে একটা আপডেট ঘোষণা করেছে ইউআইডিএআই। আধার নিয়ামক সংস্থা UIDAI লক্ষ লক্ষ আধার কার্ড হোল্ডারদের সুবিধার কথা মাথায় রেখে বিনামূল্যে অনলাইনে ডকুমেন্ট আপলোড করার সুবিধা ১৪ই জুন ২০২৪ পর্যন্ত বাড়ি আছে বলে জানানো হয়েছে এই বিজ্ঞপ্তিতে।

ভারতে এমন অনেক আধার কার্ড হোল্ডার রয়েছেন যারা বিগত ১০ বছরে নিজেদের আধার কার্ড আপডেট করেননি। তাদের উদ্দেশ্যে এই বড় ঘোষণা করেছে UIDAI। ভারতীয় নাগরিক হিসেবে আপনাকে প্রতি ১০ বছরের মধ্যে একবার অন্তত এই আধার কার্ড আপডেট করা উচিত। মাই আধার পোর্টালে গিয়ে যে কেউ নিজের আধার কার্ড আপডেট করতে পারবেন এখন। অনলাইনে যদি আপনি এই আপডেট করতে চান তাহলে আপনি শুধুমাত্র ডেমোগ্রাফিক ডেটা আপডেট করতে পারবেন। তবে বায়োমেট্রিক ডেটা আপডেট করতে হলে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের প্রয়োজন হবে। আর সে ক্ষেত্রে কিন্তু আপনাকে আধার কেন্দ্রে যেতে হবে। তবে যদি আপনার দশ বছর ধরে কার্ড আপডেট না থাকে তাহলে আপনি ডেমোগ্রাফিক তথ্য আপডেট করেও কাজ চালিয়ে নিতে পারেন।

আপনারা সকলেই জানেন আধার কার্ড এই মুহূর্তে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট গুলির মধ্যে একটি। প্রত্যেকটি সরকারি যোজনা এবং অন্যান্য পরিষেবার জন্য আধার কার্ড এই মুহূর্তে বাধ্যতামূলক হয়ে গিয়েছে। ব্যাংক একাউন্ট থেকে শুরু করে নতুন সিম কার্ড গ্রহণ সব ক্ষেত্রেই আজকের আধার কার্ডের দরকার পড়ে। দেশের প্রতিটি নাগরিকের কাছে আধার কার্ড থাকা অত্যন্ত বাধ্যতামূলক। এর পাশাপাশি সময়ে সময়ে আপনার আধার কার্ড আপডেট করাটাও দরকারি।

Related Articles

Back to top button