বলিউডবিনোদন

বাথটাবে উষ্ণতা ছড়ালেন ভূমি পেডনেকার, মুহুর্তের মধ্যে ভাইরাল এই ছবি

Advertisement

কৌশিক পোল্ল্যে: নবাগতা হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে এনার পাল্লা বেশ ভারী। একের পর এক ছবি করে বাকি নবাগতাদের রীতিমতো টক্কর দিচ্ছেন তিনি। অভিনয়েও নিজের পারদর্শিতা দেখিয়ে বলিমহলে নিজের পাকা জায়গা গড়ে নিচ্ছেন ধীরে ধীরে।

তার শেষদুটি ছবি তাপসী পান্নুর সঙ্গে ‘সাঁন্ড কী আঁখ’ এবং কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডের সহযোগে ‘পতি পত্নী অউর উয়ো’ বক্সঅফিসে বেশ ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে, সমালোচকরাও করেছেন ভূমির প্রশংসা।

আরও পড়ুন : স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতায় মেতে উঠলেন ঝুমা বৌদি, দেখুন সেই ছবিগুলি

সদ্যই ভূমির অন্য একটি দিক প্রকট হয়ে ওঠে। ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার হয় যেখানে বাথটাবে রীতিমতো দাঁড়িয়ে হট পোজ দিচ্ছেন ভূমি। এমন ছবি যে বাম্পার রেসপন্স পাবে তা আর অস্বাভাবিক কিছু নয়।

বর্তমানে ভূমি চরম ব্যস্ত রয়েছেন তার আসন্ন ছবি ‘ভূত’ এর কাজে। ছবিতে রয়েছেন অভিনেতা ভিকি কৌশল। ছবির হাড়হিম করা ট্রেলারটিও সদ্যই মুক্তি পেয়েছে। ইউটিউবে 1নং ট্রেন্ডিং এ সেই ভিডিও।

 

View this post on Instagram

 

Mood for the decade ?✨? . . . #hello #instafam #tuesday #mood #love

A post shared by Bhumi✨ (@bhumipednekar) on

Related Articles

Back to top button