বিনোদনবলিউডভোজপুরি

Bhojpuri Video: বিয়ের পর প্রথম রাতে অসাধারণ শরীরের খেলা দেখালেন নিরাহুয়া, সহ্য করলেন আম্রপালি

৩৪ লাখের বেশি মানুষ এই ভাইরাল ভিডিওটি দেখেছেন

Advertisement
Advertisement

ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। যারা মোটামুটি ভোজপুরি সিনেমার সাথে পরিচিত তারা সকলেই ভোজপুরি কুইন আম্রপালি দুবের নাম শুনেছেন।

Advertisement
Advertisement

ভোজপুরি অভিনেত্রী আম্রপালি দুবে

আপনি যদি ইউটিউবে ভোজপুরি গানের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আম্রপালি দুবের নামটা ভালোভাবেই জানেন। অনেকের ভোজপুরি ইন্ডাস্ট্রির প্রতি ভালোবাসা শুধুমাত্র এই আম্রপালির জন্য। অভিনেত্রীর মায়াবী নজরের প্রেমে পড়েছেন লাখ লাখ নেটবাসী। অনেকে তো এই অভিনেত্রীর একটি মিউজিক ভিডিও দেখার জন্য রীতিমতো পাগল হয়ে যায়। অভিনেত্রীর মিউজিক ভিডিও রিলিজ করলে তা সুপারহিট হতে বাধ্য।

Advertisement

ভাইরাল ভিডিওর বিবরণ

সম্প্রতি সোশাল মিডিয়াতে ব্যাপক ভাইরাল হচ্ছে নীরাহুয়া ও আম্ভ্রপালির একটি ড্যান্স মিউজিক ভিডিও। এই ভিডিওতে এই তারকা জুটিকে বন্ধ ঘরে ব্যাপক রোমান্টিক স্টাইলে হানিমুন উদযাপন করতে দেখা গেছে। এই ভাইরাল ভোজপুরি মিউজিক ভিডিওটির নাম, ‘মনবা না রাজা যখন তু চিখ লেবা হো‘। এটি ‘রাম লক্ষণ‘ সিনেমার একটি মিউজিক ভিডিও। এই গানটি গেয়েছেন কল্পনা এবং প্রযোজনা করেছেন প্রবেশ লাল যাদব। পরিচালনা করেছেন সতীশ জৈন। এই ভিডিওতে তারকা জুটির ড্যান্স ব্যাপক পছন্দ হয়েছে সকলের। ‘Nirahua Official‘ নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। এই ভিডিওটি ৯ মাস আগে পোস্ট করার পর ৩৪ লাখের বেশি ভিউ পেয়েছে।

Advertisement
Advertisement

Related Articles

Back to top button