VIDEO: বৃষ্টির মধ্যে কিলার ডান্স করলেন পুনম দুবে, ভিডিও দেখে মানুষ বলে উঠল- ‘ভোজপুরি রাভিনা ট্যান্ডন’
ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় হলেন পুনম দুবে
ভারতীয় দর্শকদের মধ্যে ভোজপুরী গানে ক্রেজ প্রায় রোজদিন বৃদ্ধি পাচ্ছে। বলিউডের পাশাপাশি আজকালকার দিনে মাঝে মাঝেই চর্চার কেন্দ্রবিন্দুতে আসছে ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি। আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে ভোজপুরি ছবির। বিভিন্ন ভোজপুরি সিনেমার গানের ভিডিও বা ডায়লগ মাঝে মাঝে সুপারহিট হয়ে যায় সোশ্যাল মিডিয়ার দুনিয়াতে। বিশেষ করে ইউটিউবের ট্রেন্ডিং তালিকায় দেখা যায় বিভিন্ন ভোজপুরি সিনেমার গান বা ভিডিও। এই ভোজপুরি ইন্ডাস্ট্রিতে অন্যতম জনপ্রিয় হলেন পুনম দুবে। রবি কিষাণ, খেসারি লাল যাদব, দীনেশ লাল যাদব নিরহুয়া, খেসারি লাল যাদবের মতো বড় ভোজপুরি তারকাদের সাথে কাজ করেছেন এই অভিনেত্রী।
আজকাল সোশ্যাল মিডিয়া জগতে চর্চায় রয়েছেন পুনম দুবে। তাঁর একটি নতুন ভোজপুরি মিউজিক ভিডিও ব্যাপক ভাইরাল হয় ইন্টারনেট দুনিয়াতে। তবে এবার পুনম দুবে তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। তিনি অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডনের ‘টিপ টিপ বরসা পানি’ গানে বৃষ্টির মধ্যে নাচ করেছেন। সে তাঁর কার্ভি ফিগার দেখিয়ে ব্যাপক বোল্ড কায়দায় নাচ করেছেন।
পুনম দুবের এই ভিডিওটি ইনস্টাগ্রামে ব্যাপক ভাইরাল হচ্ছে। পুনম দুবের এই স্টাইল দেখে মানুষের ঘাম ঝরতে শুরু করেছে। ভক্তরা এই ক্লিপটিতে রীতিমত প্রশংসার বন্যা বইয়ে দিয়েছেন। ইতিমধ্যেই প্রায় ১০ হাজারের কাছাকাছি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। এছাড়া অনেকেই কমেন্ট করে অভিনেত্রীর সেক্সী ফিগারের প্রশংসা করেছেন। কেউ তো আবার কমেন্ট করে লিখেছেন, ‘ভোজপুরি রাভিনা ট্যান্ডন‘। আপনি এই ভিডিওটি দেখতে চাইলে এখানেই দেখে নিন।