নিউজরাজ্য

Bengal weather report: চাদিফাটা গরম, হু হু করে বাড়বে তাপমাত্রা, পারদ পেরবে ৪০ ডিগ্রির গণ্ডি

এই তাপমাত্রার কারণে লু পর্যন্ত বইবার সম্ভাবনা আছে

Advertisement
Advertisement

চৈত্র মাসের শেষেই বাংলার তাপমাত্রা একেবারে চরমে পৌঁছানোর সম্ভাবনা আছে। বাংলায় তাপপ্রবাহের ব্যাপক সম্ভাবনা। বাংলা বছরের শুরুতেই এই তাপপ্রবাহের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। নতুন বছরের শুরুতেই এই তাপপ্রবাহের সম্ভাবনা প্রবল। সম্ভাবনা আছে ৪০ ডিগ্রি ছুঁতে পারে কলকাতা ও বাংলার তাপমাত্রা। আবহাওয়া দপ্তর আশঙ্কা করছে, সোমবার থেকেই কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পশ্চিমের কিছু জেলার তাপমাত্রা বাড়তে পারে। এর পাশাপাশি, উপকূল সংলগ্ন কিছু জেলার তাপমাত্রা আরো বেশি থাকার সম্ভাবনা আছে। স্বাভাবিকের অনেকটাই ওপরে থাকতে পারে এই তাপমাত্রা। উত্তরবঙ্গের মালদহ ও দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা বাড়বে।

Advertisement
Advertisement

বাংলার ৬ থেকে ৭ টি জেলায় তাপমাত্রা অনেকটাই বেশি থাকার সম্ভাবনা আছে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার থেকেও বেশি হতে পারে তাপমাত্রা। আগামী রোববার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শুকনো ও গরম আবহাওয়া থাকার সম্ভাবনা আছে। দু একটি জেলায় ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে তাপের চোটে ত্বক পুড়ে যেতে পারে এতটাই তাপমাত্রা বেশি থাকবে। লু বইবার সম্ভাবনা আছে। তবে, উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম।

Advertisement

আগামী কয়েকদিন তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরের তাপমাত্রা অনেকটাই বেশি থাকবে। বলতে গেলে, সেই দুই জেলায় তাপ প্রবাহের সম্ভাবনা আছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা নেই। শুক্র ও শনিবার ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ২৬ থেকে ৮৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button