Today Trending Newsনিউজরাজ্য

সংক্রমনের নয়া রেকর্ড বাংলায়, ২৪ ঘন্টায় মৃত ৭৭ জন

সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে বাংলায় সংক্রমনের সংখ্যা দাঁড়াল ১৭২০৩

×
Advertisement

চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কমে গেলেও এপ্রিল মাসের শুরু থেকেই আবার পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমনের সংখ্যা। এবার সংক্রমণ এবং মৃত্যুহার বেড়েছে নতুন মিউট্যান্ট স্ট্রেনের জন্য। গত ২৪ ঘন্টায় দেশজুড়ে সংক্রমণ হয়েছে সাড়ে ৩ লাখের। গোটা দেশের পাশাপাশি বেহাল অবস্থা বাংলার। তার মধ্যে আবার বাংলাতে চলছে একুশে বাংলা বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ৭ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং বাকি রয়েছে আর ১ দফা নির্বাচন। যদিওবা করোনা সংক্রমনের প্রকোপে রাজ্যের রাজনৈতিক দলগুলি প্রচার করা বন্ধ করে দিয়েছে। বড় বড় নেতা নেত্রীরা ভার্চুয়াল প্রচার করছেন।

Advertisements
Advertisement

তবে অন্যান্য রাজ্যের মধ্যে বাংলাতেও করোনা পরিস্থিতি প্রায় প্রতিদিন ভয়ানক হয়ে উঠছে। বাংলাতেও প্রতিদিন সংক্রমনের সংখ্যা লাফিয়ে বাড়ছে। এবার সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে সংক্রমনের সংখ্যা দাঁড়াল ১৭২০৩। সংক্রমনের এমন গগনচুম্বী রূপ দেখে রীতিমতো উদ্বেগে রয়েছে গোটা রাজ্যবাসী। সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুতেও রেকর্ড গড়েছে বাংলা। গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৭ জনের। বাংলার মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ হচ্ছে কলকাতায় এবং দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।

Advertisements

প্রসঙ্গত উল্লেখ্য, আগামী পয়লা মে থেকে গোটা দেশজুড়ে ১৮ বছরের ঊর্ধ্বের টিকাকরন প্রক্রিয়া চালু হবে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এরই মধ্যে খুশির খবর শুনিয়েছ সেরাম ইনস্টিটিউট। আসলে কিছুদিন আগে সেরাম ইনস্টিটিউট রাজ্যের জন্য প্রতি ডোজ কোভিশিল্ডের দাম ৪০০ টাকা নির্ধারণ করেছিল এবং বেসরকারি হাসপাতালের জন্য ৬০০ টাকা। তবে আজ সুখবর জানিয়েছে সেরাম ইনস্টিটিউট। তারা জানিয়েছে যে তারা রাজ্য সরকারকে প্রতিডোজ ৩০০ টাকায় বিক্রি করতে রাজি।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button