অফবিট

ভিক্ষা করে লাখপতি! শুনে অবাক হলেন ? জানুন কিভাবে

Advertisement
Advertisement

ভারতবার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আমাদের দেশ ভারত একটি দরিদ্র দেশ। এখানে বহু মানুষ অনেক কষ্টে তাদের জীবন কাটাই। দেশের সরকার বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা এদের হয়তো সাহায্য করে থাকে। কিন্তু তা দিয়ে তো সারা জীবন চালানো সম্ভব নয়। এ কারণে পেট চালানোর জন্য তারা ভিক্ষা করাকেই শ্রেয় বলে মনে করে।

Advertisement
Advertisement

আমরা রাস্তাঘাটে চলার সময় এরকম ভিক্ষা করতে অনেক মানুষকে দেখতে পাই। তাদেরকে দেখে আমাদের কষ্ট হয়। আমরা তাদের দেখে কিছু সাহায্য করার চেষ্টা করি। আমরা হয়তো ভাবি তারা কত কষ্টে আছেন। আজ আমরা এমন ৬ জন ভিখারির কথা বলব যাদের কথা শুনলে আপনাদের হয়তো ভিখারি সম্বন্ধে চিন্তাধারা পাল্টে যাবে। আসুন পরিচয় করিয়ে দিই সেইসব ভিখারিদের সঙ্গে—

Advertisement

১) মাসু মালানা– এই ব্যক্তি প্রতিদিন অটোরিকশায় চেপে লোখান্ডওয়ালা নামের একটি জায়গায় যান। তারপর নিজের পেশাদারী পোশাক পরিবর্তন করে ভিখারির পোশাক পড়ে ভিক্ষা করতে শুরু করেন।

Advertisement
Advertisement

২) লক্ষ্মী দাস– তিনি প্রায় 44 বছর ধরে ভিক্ষা করছেন। ইনার ব্যাংক অ্যাকাউন্ট দেখলে হয়তো চমকেও যেতে পারেন। তিনি তার ভিক্ষা থেকে প্রাপ্ত অর্ধেকাংশ টাকা ব্যাংকের অ্যাকাউন্টে জমিয়ে রাখেন। ইনি আবার ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করেন।

৩) সাম্বাজি কালে– সাম্বাজির পরিবারের সদস্য সংখ্যা ৪। তার ভিরা নামক এলাকায় একটি ফ্ল্যাট রয়েছে ও সোলাপুরে রয়েছে একটি জমি। তিনি ভিক্ষা করেন মুম্বাইয়ের খার এলাকায়।

৪) সারভাটিয়া দেবী– সারভাটিয়া দেবীকে ভিক্ষা করতে দেখা যায় পাটনায় অশোক সিনেমা হল এর পেছনে। স্বামী গত হওয়ার পর তিনি এই পেশায় নাম লেখান। তিনি ২৫ বছর ধরে এই পেশার সাথে যুক্ত। ইনার নামে দুটি ইন্সুরেন্স রয়েছে। যেটিতে প্রতি বছর তিনি ৩৬ হাজার টাকা করে জমা দেন।

৫) কৃষ্ণা কুমার– ইনি ভিক্ষা করেন মুম্বাইয়ের সিপি ট্যাঙ্ক নামক এলাকায়। ইনার নামে একটি ফ্ল্যাট রয়েছে। যেটির দাম ২৫ লাখ টাকা। তাহলে আন্দাজ করুন ইনার আয় কত হতে পারে।

৬) ভারত জৈন– ইনি ভারতের সবচেয়ে ধনী ভিখারি নামে পরিচিত। ইনার নামে দুটি ফ্ল্যাট ও একটি দোকান আছে। দোকানটি তিনি ভাড়া দেন। এই ভাড়া বাবদ তিনি ১০ হাজার টাকা করে পান। আর ভিক্ষা করে মাসে আয় করেন ৬০০০০ টাকা। এনাকে ভিক্ষা করতে দেখা যায় মুম্বাইয়ের প্যারেল এলাকায়।

Advertisement

Related Articles

Back to top button