খেলানিউজফুটবল

ডার্বির দুদিন আগে প্রস্তুতি তুঙ্গে দুই প্রধানেই

Advertisement
Advertisement

আইএসএলে এবারের নতুন সংযোজন হিসেবে  নাম লিখিয়েছে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। মেরিনার্সরা এটিকের সঙ্গে জুটি বেঁধেছে। ওদিকে শ্রী সিমেন্টেরর সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মশাল বাহিনী। যার ফলে দুই দলের কাছেই আইএসএল খেলার দরজা খুলে যায়। আর তারপর আগামী ২৭ নভেম্বর অর্থাৎ শুক্রবার আইএসএলের ময়দানে প্রথম ডার্বি হতে চলেছে। আর তাই মাঠে নামার আগে জোর কদমে শুরু হয়ে গিয়েছে মাঠের বাইরের লড়াই। রোবি ফাওলারের অত্যাধুনিক ফুটবল ইকুইপমেন্টের সঙ্গে। প্র্যাকটিসে দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদেরও। সিকে ভিনিতকেও দেখা গেল পুরো উদ্যমে প্র্যাকটিস করতে।

Advertisement
Advertisement

গোলে চার গোলকিপারকে দিয়েই পুরোদমে গোললাইন সেভিংসের প্র্যাকটিস করালেন ইস্টবেঙ্গল কোচ। এটিকে-মোহনবাগানের প্রথম ম্যাচ দেখে ইস্টবেঙ্গল ইতিমধ্যেই কষে ফেলছে একের পর এক অঙ্ক। এক্ষেত্রে এটিকে’মোহনবাগানের কাছে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ দেখার সুযোগ এখনও পর্যন্ত হয়নি। কারণ, আইএসএলের ময়দানে এটিকে-মোহনবাগানের বিপক্ষেই প্রথম খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। তাই দ্বিতীয় ম্যাচে বিপক্ষ দল ইস্টবেঙ্গল হওয়ায় প্রথম ম্যাচ জিতেও স্বস্তিতে নেই এটিকে-বাগান কোচ হাবাস।

Advertisement

তিনি ডার্বি প্রসঙ্গে বলেন, ‘নতুন করে আবার যুদ্ধে নামতে আমি প্রতিনিয়ত তাতাচ্ছি ফুটবলারদের। প্রথম ম্যাচের ভুলগুলো শুধরে নেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছি আমরা।’ গতকাল, মঙ্গলবার এটিকে-মোহনবাগানের অনুশীলন হয় ক্লোজ ডোর। যদিও সুসাইরাজ চোট পেয়ে পরের ম্যাচে ছিটকে যাওয়ায় কিছুটা চিন্তায় রয়েছে এটিকে-মোহনবাগান। তবে সব বাধা কাটিয়ে ডার্বিতে জয় হবে সবুজ-মেরুন শিবিরের, এমনটাই আশাবাদী বাগান সর্মথকরা। যদি হার মানতে নারাজ মশাল বাহিনী। এখন ডার্বির ফল কী হয়, সেটাই দেখার।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button