খেলাক্রিকেট

Asia Cup 2023: ‘পাকিস্তানে যাবই না’, বাবর আজমদের কোনঠাসা করে নিরপেক্ষ ভেন্যু ঘোষণা করলেন জয় শাহ

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, 'আমরা সরাসরি পাকিস্তানকে বলে দিয়েছি, পাকিস্তানের মাটিতে খেলতে যাব না।

×
Advertisement

আইপিএলের মেগা আসরের মধ্যেই চলছে ভারত-পাকিস্তান সংঘর্ষ। চলতি বছর এশিয়া কাপের মেগা আসর কোন দেশে অনুষ্ঠিত হবে তা নিয়ে দুই দেশের মধ্যে রাজনীতির পারদ চরমে পৌঁছেছে। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না বিরাট কোহলিরা। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন করুক পাকিস্তান ক্রিকেট বোর্ড। আমরা আপনাদের জানিয়ে রাখি, ২০০৮ সালের পর থেকে ভারতীয় দল এখনও পর্যন্ত পা দেয়নি পাকিস্তানের মাটিতে।

Advertisements
Advertisement

এদিকে, বিদেশের মাটিতে এশিয়া কাপ আয়োজন করতে চাইছে না নাজম শেঠীর ক্রিকেট বোর্ড। তিনি ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডকে হাইব্রিড মডেল এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা জানিয়েছেন। তবে হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলতে অস্বীকার করেছে ভারত, বাংলাদেশ সহ শ্রীলংকার মত দেশগুলি। ফলে মেগা আসর আয়োজন হওয়ার পূর্বেই সমস্ত পরিকল্পনা ভেস্তে গেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের।

Advertisements

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ বলেন, ‘আমরা সরাসরি পাকিস্তানকে বলে দিয়েছি, পাকিস্তানের মাটিতে খেলতে যাব না। দরকার পড়লে নিরপেক্ষ দেশে এশিয়া কাপ আয়োজন করুক পাকিস্তান। যদি পাকিস্তান মনে করে যে তারা ভারতে খেলতে আসবে না, তবে সেটি তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে নিরপেক্ষ ভেন্যু ছাড়া ভারতীয় দল এশিয়া কাপ খেলবে না। এমনকি হাইব্রিড মডেলেও খেলবো না আমরা।’

Advertisements
Advertisement

তিনি আরও বলেন, ‘২৮ মে আইপিএলের ফাইনাল দেখতে বাংলাদেশ, শ্রীলঙ্কা সহ একাধিক দেশের বোর্ড কর্মকর্তারা ভারতে উপস্থিত থাকবেন। তখন এশিয়া কাপের মেগা টুর্নামেন্ট নিয়ে তাদের সাথে আলোচনায় বসবো আমরা। সেই আলোচনার পরিপ্রেক্ষিতে নির্ধারিত হবে এশিয়া কাপের নিরপেক্ষ ভেন্যু।’

Related Articles

Back to top button