Today Trending Newsব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

জানুয়ারি মাসে ১৬ দিন ব্যাংক বন্ধ, দেখুন তালিকা

Advertisement
Advertisement

২০১৯ সাল শেষ এবং ২০২০ সালের শুরুতে সবার অবশ্যই জেনে নেওয়া উচিত যে ২০২০ সালের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাসে ১৬ দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে। তবে ছুটির দিন গুলি রাজ্য ও ব্যাংক অনুসারে আলাদা হতে পারে।রিজার্ভ ব্যাংক দ্বারা রাজ্যভিত্তিক ছুটির দিন গুলি প্রকাশিত হয়েছে।চারটি রবিবার ও দুটি শনিবার সমেত বাকি ছুটির দিন গুলি প্রকাশ করা হয়েছে।
ছুটির দিনগুলি হলো –

Advertisement
Advertisement

আরও পড়ুন : ব্যাংক গ্রাহকরা সাবধান, ৩১ শে ডিসেম্বর ব্লক হয়ে যাবে এই সব ডেবিট কার্ড

Advertisement
  • জানুয়ারি ১: নতুন বছরের প্রথম দিন ব্যাংক বন্ধ।
  • জানুয়ারি ২: গুরু গোবিন্দ সিং জয়ন্তী।
  • জানুয়ারি ৫ : রবিবার
  • জানুয়ারি ৭ : ইম্ফলে “ইমইনু ইরতপা” উদযাপন।
  • জানুয়ারি ৮: ইম্ফলে “গান গাই” উৎসব।
  • জানুয়ারি ১১ঃ দ্বিতীয় শনিবার
  • জানুয়ারি ১২: রবিবার।
  • জানুয়ারি ১৪: মকর সংক্রান্তি।আহমেদাবাদের সমস্ত ব্যাংক বন্ধ।
  • জানুয়ারি ১৫: উত্তরায়ণ পুণ্যকাল মকর সংক্রান্তি উৎসব / পোঙ্গল / মাঘ বিহু এবং টুসু পূজোর জন্য বেঙ্গালুরু, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদের ব্যাংকগুলি বন্ধ।
  • জানুয়ারি ১৬: তিরুভল্লুভার দিবস। চেন্নাইয়ের ব্যাংক বন্ধ।
  • জানুয়ারি ১৭: উজ্জাবর তিরুনাল উদযাপন।চেন্নাইয়ের ব্যাংকগুলি বন্ধ।
  • জানুয়ারি ১৯: রবিবার
  • জানুয়ারি ২৩: নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকী উপলক্ষে আগরতলা এবং কলকাতার ব্যাংকগুলি বন্ধ।
  • জানুয়ারি ২৫: চতুর্থ শনিবার।
  •  জানুয়ারি ২৬ঃপ্রজাতন্ত্র দিবস/রবিবার
  • জানুয়ারি ৩০ঃ সরস্বতী পূজা।
Advertisement

Related Articles

Back to top button