Today Trending Newsদেশনিউজ

এপ্রিল মাসে ব্যাংক বন্ধ থাকবে ১৪ দিন, দেখে নিন তালিকা

Advertisement
Advertisement

চলতি বছরের মার্চ মাসের পর এপ্রিল মাসে ১৪ দিন বন্ধ থাকবে ব্যাংক। এমনটাই সম্প্রতি জানা গেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বার্ষিক ক্যালেন্ডার থেকে। তবে টানা ১৪ দিন নয়। মাসের মাঝে বিভিন্ন উৎসব ও ক্লোজিংয়ের কারণে ৩০ দিনের মধ্যে ১৪ দিন ছুটি থাকবে। জানা গিয়েছে, ১৪ দিনের মধ্যে ৮ দিন নানা উৎসব ও ৬ দিন রবিবারের শনিবারে কারণে ছুটি থাকবে। দেশজুড়ে ১৪ দিন ছুটি থাকলেও উৎসবের প্রকারভেদ অনুযায়ী বিভিন্ন রাজ্যের বিভিন্ন দিনের ছুটি থাকতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, ২৭ মার্চ থেকে ৪ এপ্রিলের মধ্যে মাত্র দু’দিন খোলা থাকবে ব্যাংক।

Advertisement
Advertisement

আরবিআইএর ক্যালেন্ডার মারফত জানা গেছে, চলতি মাসের শেষে হোলির জন্য ২৭ মার্চ থেকে ২৯ মার্চ টানা তিন দিন ছুটি থাকবে। তারপর এপ্রিল মাস শুরু অর্থাৎ ১ তারিখ ব্যাংক ক্লোজিং এর জন্য ছুটি থাকবে। আজকের এই প্রতিবেদনে ১৪ দিনের ছুটির হিসাব একনজরে দেখে নিন:

Advertisement
  • ২৭-২৯ মার্চ: দোল এবং হোলি
  • ১ এপ্রিল: বার্ষিক ব্যাংক ক্লোজিং
  • ২ এপ্রিল: গুড ফ্রাইডে
  • ৪ এপ্রিল: রবিবার
  • ৫ এপ্রিল: বাবু জগজীবন রামের জন্মদিন (শুধুমাত্র হায়দ্রাবাদে)
  • ১০ এপ্রিল: মাসের দ্বিতীয় শনিবার
  • ১১ এপ্রিল: রবিবার
  • ১৪ এপ্রিল: বাবাসাহেব আম্বেদকরের জন্মদিন এবং কিছু রাজ্যে নববর্ষ উৎসব।
  • ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ (পশ্চিমবঙ্গের জন্য)
  • ১৬ এপ্রিল: বোহাগ বিহুর (অসমের জন্য)
  • ১৮ এপ্রিল: রবিবার
  • ২১ এপ্রিল: শ্রীরাম নবমী (কিছু রাজ্যের জন্য)
  • ২৪ এপ্রিল: মাসের চতুর্থ শনিবার
  • ২৫ এপ্রিল: রবিবার

চলতি মাসে কোন ব্যাংকে যেতে হলে অবশ্যই উপরিউক্ত তালিকার দিনগুলি খেয়াল রাখবেন। আবার সব রাজ্যে একই দিনে ছুটি হবে তেমন নয়। কিছু কিছু উৎসব শুধুমাত্র কিছু রাজ্যের জন্য প্রযোজ্য।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button