ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সপ্তাহে পাঁচ দিন কাজ, দুদিন ছুটি, সরকারি ব্যাংকের কর্মীদের জন্য চালু হবে নতুন নিয়ম

বেতন বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য বীমা সহ একাধিক বিষয় নিয়ে আজকে আলোচনা হয়েছে

Advertisement
Advertisement

সরকারি অফিসে ছয় দিন কাজ এবং একদিন ছুটি। এটাই এতদিন পর্যন্ত দস্তুর হয়ে থেকেছে। তবে এবার ব্যাংক কর্মীদের জন্য নিয়মটা বদলাতে চলেছে। সরকারি ব্যাংকের কর্মীদের এবার থেকে সপ্তাহে দুদিন করে ছুটি দেওয়া হবে এবং কাজ করতে হবে পাঁচ দিন। এর সাথেই বেতন বৃদ্ধি এবং একাধিক অমীমাংসিত বিষয় নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বৈঠক। সূত্রের খবর অবসরপ্রাপ্ত ব্যাংকারদের সস্তায় স্বাস্থ্য বীমা দেওয়া নিয়েও ব্যাংক ইউনিয়নের সঙ্গে আলোচনা হবে ব্যাংক অ্যাসোসিয়েশনের।

Advertisement
Advertisement

তবে এই বৈঠকের প্রধান আলোচ্য বিষয় হবে সরকারি ব্যাঙ্কে পাঁচ দিন কাজের বিষয়টি। ভারতীয় জীবন বীমা কর্পোরেশনের কর্মীদের জন্য ৫ দিন কাজের নিয়ম চালু করেছিল সরকার। এরপরেই ব্যাংক কর্মীদের তরফ থেকেও দাবি ওঠে। এই নিয়ে IBA ব্যাংক ইউনিয়ন এর সঙ্গে আলোচনা করেছে। এছাড়াও বেতন বৃদ্ধি এবং সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্য বীমার বিষয়টাও আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে। গত বছরের পহেলা নভেম্বর থেকে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন ব্যাংক কর্মীরা।

Advertisement

বর্তমানে ব্যাংক কর্মীরা প্রতি রবিবার এবং মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ছুটি পেয়ে থাকেন। এছাড়াও প্রতিটি রাজ্যের উৎসব অনুযায়ী ছুটি দেওয়া হয় ব্যাংক কর্মীদের। ছুটির তালিকা তৈরি করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে অনলাইন পরিষেবা ছুটির দিনেও চালু থাকে। সূত্রের খবর অনুযায়ী সরকারি ব্যাংক কর্মীদের যদি সপ্তাহে দুদিন ছুটি দেওয়া হয় তাহলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তেমন কোন আপত্তি নেই। তবে হ্যাঁ ব্যাংকিং আওয়ার বেড়ে যাবে। সেক্ষেত্রে ৫ দিন ৪৫ মিনিট করে কাজের সময় বৃদ্ধি করা হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button