নিউজদেশ

Bank Holidays: দিওয়ালি, ছট পূজা নিয়ে মোট ১৫ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে নভেম্বর মাসে, দেখে নিন ছুটির তালিকা

নভেম্বর মাসে উৎসব, জন্মবার্ষিকী ও শনি-রবিবারসহ মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে

Advertisement
Advertisement

অক্টোবর মাস শেষ হতে হতে এখন নভেম্বর মাস আসতে চলেছে। এমন পরিস্থিতিতে আপনি যদি নভেম্বর মাসে ব্যাঙ্কের কাজে ব্যাঙ্কে যাওয়ার পরিকল্পনা করেন। তাই অবশ্যই একবার ব্যাঙ্কের ছুটির তালিকা চেক করুন, কারণ দীপাবলি সহ গুরু নানক জয়ন্তীর মতো উৎসবের কারণে নভেম্বরে ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। আপনার যদি নভেম্বর মাসে যদি ব্যাঙ্কের অনেক কাজ থাকে, তাহলে আগে থাকতেই হন সাবধান। আপনি শেষ এই কয়েকদিনেই আপনার ব্যাঙ্কের সমস্ত কাজ সেরে নিন। নভেম্বর মাসে কতদিন ব্যাংক ছুটি থাকবে বা কোথায় কোথায় কোনদিন ছুটি থাকবে? বিস্তারিত জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Advertisement
Advertisement

নভেম্বরে মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে, তবে মানুষ অনলাইনের মাধ্যমে তাদের কাজ সেরে ফেলতে পারবে। তবে সব রাজ্যে একইদিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। ব্যাঙ্ক বন্ধ থাকলেও, অনলাইনে ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। এছাড়া এটিএম পরিষেবা চালু থাকবে। নভেম্বর মাসে উৎসব, জন্মবার্ষিকী ও শনি-রবিবারসহ মোট ১৫ দিন ব্যাংক বন্ধ থাকবে। নভেম্বর মাসের ছুটির তালিকা দেখে নিন এখানেই।

Advertisement

1) 1 নভেম্বর 2023- কন্নড় রাজ্যোৎসব/কুট/কারভা চৌথের কারণে বেঙ্গালুরু, ইম্ফল এবং সিমলায় ব্যাঙ্ক ছুটি থাকবে।

Advertisement
Advertisement

2) 5 নভেম্বর, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

3) 10 নভেম্বর, 2023- মেঘালয়ের ওয়ানগালা মহোৎসবের সময় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

4) 11 নভেম্বর, 2023- দ্বিতীয় শনিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

5) নভেম্বর 12, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

6) 13 নভেম্বর, 2023- আগরতলা, দেরাদুন, গ্যাংটক, ইম্ফল, জয়পুর, কানপুর, লখনউতে গোবর্ধন পূজা/লক্ষ্মী পূজা/দিওয়ালি/দীপাবলির কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

7) 14 নভেম্বর, 2023- দিওয়ালি (বালি প্রতিপদ) / বিক্রম সংবত নববর্ষ / লক্ষ্মী পূজার কারণে আহমেদাবাদ, বেলাপুর, বেঙ্গালুরু, গ্যাংটক, মুম্বাই, নাগপুরে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে৷

8) 15 নভেম্বর, 2023- ভাই দুজ/চিত্রগুপ্ত জয়ন্তী/লক্ষ্মী পূজা/নিঙ্গল চাক্কুবা/ভ্রাত্রী দ্বিতীয়ার কারণে গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ এবং সিমলায় ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

9) 19 নভেম্বর, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

10) 20 নভেম্বর, 2023- ছঠের কারণে পাটনা এবং রাঁচিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

11) 23 নভেম্বর, 2023- সেং কুট স্নেম/ইগাস বাগওয়ালের কারণে দেরাদুন এবং শিলং-এ ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

12) 25 নভেম্বর, 2023- চতুর্থ শনিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

13) 26 নভেম্বর, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটির দিন, সারাদেশে ব্যাংক বন্ধ থাকবে।

14) 27 নভেম্বর, 2023- গুরু নানক জয়ন্তী / কার্তিক পূর্ণিমার কারণে, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, গ্যাংটক, গুয়াহাটি, হায়দ্রাবাদ, ইম্ফল, কোচি, পানাজি, পাটনা, ত্রিবান্দ্রম এবং শিলং ছাড়া সমগ্র দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

15) 30 নভেম্বর, 2023- কনকদাস জয়ন্তীর কারণে কর্ণাটকে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

Advertisement

Related Articles

Back to top button