নিউজ

Bank Holiday: মাসের শেষের ১৪ দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৯ দিন, রইলো ছুটির দিনের তালিকা

ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও এই সময়ে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করা যাবে

Advertisement

Advertisement

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

Advertisement

চলতি অক্টোবর মাসের শুরুর দিকে ছিল দূর্গা পূজা এবং লক্ষ্মীপূজো এবং শেষের দিকে রয়েছে দীপাবলি, ধনতেরাস ইত্যাদি। এই মাসে প্রচুর ছুটি রয়েছে বিভিন্ন এলাকাভিত্তিক উৎসবের জন্য। এই মাসের আগামী ১৪ দিনে অনেক ছুটি রয়েছে ব্যাঙ্কের। ১৫ অক্টোবরের পরে ছুটির ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যাবে দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। রাজ্য এবং শহর অনুযায়ী ছুটির দিন আলাদা। গুরুত্ব দেওয়া হয়েছে সেই সব রাজ্যের উৎসবকে। তবে উৎসবের মরসুমে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও এই সময়ে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করা যাবে। আগামী ১৪ দিনে ৯ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কের।

Advertisement

মাসের শেষ ৯ দিনের ছুটির তালিকা:

Advertisement

১৮ অক্টোবর – কটি বিহু। অসম।

২২ অক্টোবর- চতুর্থ শনিবার।

২৩ অক্টোবর – রবিবার।

২৪ অক্টোবর – কালী পুজো/ভূত চতুর্দশী/দিওয়ালি/লক্ষ্মী পুজো- হায়দরাবাদ, ইম্ফল এবং গ্যাংটক ছাড়া দেশের অন্যান্য শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ অক্টোবর – লক্ষ্মী পুজো/দিওয়ালি/গোবর্ধন পুজো। গ্যাংটক, হায়দরাবাদ,ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ অক্টোবর – ভাইফোঁটা। আমদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, শিলং এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ অক্টোবর – ভাই দুজ/চিত্রগুপ্তের উৎসব। লখনৌ, কানপুর, ইম্ফল এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩০ অক্টোবর – রবিবার।

৩১ অক্টোবর – সর্দার বল্লভভাই জয়ন্তী। আমদাবাদ, পটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ।