আন্তর্জাতিকনিউজ

প্রতি কেজি পেঁয়াজের দাম ১২০ টাকা, ভারতের ওপর ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ

Advertisement
Advertisement

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পদ্মার ইলিশ রফতানিতে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। এর ফলে রাজ্যে ঢুকেছে পদ্মার ইলিশ। কিন্তু ঠিক তার পরেই নয়াদিল্লির তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে পেঁয়াজ রফতানি। এর ফলে বাংলাদেশে কার্যত পেঁয়াজের দাম আকাশছোঁয়া। সোমবার রফতানি বন্ধ করেছে ভারত সরকার। আর তারপর থেকেই কার্যত ক্ষোভে ফুঁসছে বাংলাদেশ। ভারত সরকারের পক্ষ থেকে ঢাকাকে কিছু না জানিয়েই এই রফতানি বন্ধ করা হয়েছে বলে অভিযোগ করেছে শেখ হাসিনার সরকার। আর যেহেতু ভারত থেকে পেঁয়াজ রফতানি বাংলাদেশে বন্ধ হয়ে গিয়েছে, সেহেতু এখন তুরস্ক ও মিশরের মতো অন্যান্য দেশের থেকে পেঁয়াজ আমদানি করার কথা ভাবছে বাংলাদেশ।

Advertisement
Advertisement

ঢাকার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত পেঁয়াজ রফতানি বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গেই বাংলাদেশে পেঁয়াজের দাম কেজি প্রতি 120 টাকা পেড়িয়েছে। এমনকি বেশিরভাগ দোকানে পেঁয়াজ নেই। অনেকে আবার বেশি বেশি করে পেঁয়াজ কিনে নিয়ে বাড়িতে সংগ্রহ করছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের তরফ থেকে ট্রাকে করে 30 টাকা কেজি পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। কিন্তু সেখানেও অস্বাভাবিক লাইন। যার ফলে দু’কেজির বদলে মাত্র এক কেজি করেই মাথাপিছু পেঁয়াজ দিতে পারছে বাংলাদেশ সরকার।

Advertisement

পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে তুরস্ক ও মিশর থেকে পেঁয়াজ আমদানি করার কথা ভেবেছে বাংলাদেশ সরকার। যদিও সেই পেঁয়াজ জাহাজ করে চট্টগ্রাম বন্দরে পৌঁছতে অক্টোবর হয়ে যাবে বলে মনে করছে বাংলাদেশ কূটনৈতিক মহল। আর ততদিন পেঁয়াজ নিয়ে এই হয়রানি বাংলাদেশবাসীকে ভোগ করতে হবে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button