টেক বার্তা

বাইক ছেড়ে এবার নতুন ই স্কুটার, Bajaj লঞ্চ করতে চলেছে ‘Vector‘, জানুন বিস্তারিত

সম্প্রতি বাজাজ অটো ‘ভেক্টর‘ নামের জন্য একটি ট্রেডমার্ক দায়ের করেছে

Advertisement
Advertisement

ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। ছোট উদ্যোক্তা থেকে শুরু করে বড় প্রধানধারার কোম্পানি পর্যন্ত, প্রত্যেকেই বিভিন্ন ধরনের মডেল নিয়ে আসছে।বাজাজ অটো বুঝতে পেরেছে যে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে যদি তারা শুধুমাত্র একটি ইলেকট্রিক স্কুটারে নির্ভর করে থাকে তাহলে হবে না। তাই তারা বাজারে শক্তি বাড়াতে চেতকের পর আরেকটি ই-স্কুটার আনার প্রস্তুতি শুরু করেছে। যদিও বাজাজ কিছু বলেনি, তবে কোম্পানি দ্বারা সম্প্রতি নতুন নামের ট্রেডমার্ক ফাইলিং এই গুজবকে উস্কে দিয়েছে।

Advertisement
Advertisement

বাজাজ অটো ‘ভেক্টর‘ নামের জন্য একটি ট্রেডমার্ক দায়ের করেছে। ঘটনাচক্রে, তাদের সহযোগী কোম্পানি হাস্কভার্না আগে ভেক্টর নামক একটি কনসেপ্ট স্কুটার উন্মোচন করেছিল। ফলস্বরূপ, বাজাজ একই নামের ট্রেডমার্ক নিবন্ধন ভারতে ভেক্টর স্কুটার লঞ্চের আলোচনা বাড়িয়ে দিয়েছে। এমনও হতে পারে যে কোম্পানি একই নামে চেতক ই-স্কুটারের স্পোর্টি সংস্করণ আনতে চলেছে। সম্প্রতি বাজাজকে এমন একটি বৈদ্যুতিক স্কুটারের পরীক্ষা-নিরীক্ষা করতে দেখা গেছে।

Advertisement

যদি বাজাজ ভেক্টর আসলে বাজারে আসে, তাহলে এটি হাস্কভার্না ভেক্টরের পুনরায় ডিজাইন করা মডেল হিসাবে নির্মিত হবে। ভারতে উৎপাদন করার পরে কোম্পানি এটি বিদেশে রপ্তানিও করতে পারে। সাথে সাথে আসন্ন বৈদ্যুতিক স্কুটারের সম্পর্কে এখন আর বেশি কিছু বলা যায় না। এরই মধ্যে, বাজাজ সম্প্রতি চেতকের নতুন Urban সংস্করণ লঞ্চ করেছে। নতুন লঞ্চ হওয়া বাজাজ চেতক Urbane এর দাম ১.১৫ লাখ টাকা (এক্স-শোরুম) রেখেছে। বাজাজ দাবি করছে যে এতে থাকা ব্যাটারি ফুল চার্জে ১১৩ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে। যেখানে চেতকের রেঞ্জ স্ট্যান্ডার্ড সংস্করণের তুলনায় ১০৮ কিলোমিটার। শহুরে মডেলের টপ স্পিড ৬৩ কিলোমিটার/ঘন্টা। মডেলে আপনাকে এলসিডি ডিসপ্লে পাবেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button