টেক বার্তা

বাজাজ লঞ্চ করে দিল পালসার সিরিজের নতুন বাইক পালসার N150, দাম মাত্র ১.১৮ লক্ষ টাকা

ভারতের বাজারে বাজাজ কোম্পানিটি এই নতুন বাইক লঞ্চ করে দিয়েছে গতকাল

Advertisement
Advertisement

বাজাজ কোম্পানিটি ভারতে তাদের পালসার বাইকের জন্য সব থেকে বেশি জনপ্রিয়। টু হুইলার উৎপাদনকারী সংস্থা বাজাজ ভারতে সম্প্রতি পালসারপ্রেমীদের জন্য একটি নতুন সুখবর নিয়ে এসেছে। ২৬ শে সেপ্টেম্বর ভারতের বাজারে বাজাজ লঞ্চ করেছে একটি নতুন পালসার যার নাম দেওয়া হয়েছে PULSAR N150। পালসার এর পোর্টফোলিও সম্প্রসারণের জন্য এটি হতে চলেছে একটি নিখুঁত সংযোজন। কোম্পানি এই বাইকে ১৫০ সিসি ইঞ্জিন দিয়েছে এবং তার সাথেই দেওয়া হয়েছে একক চ্যানেল এবিএস সিস্টেম। এই বৈশিষ্ট্যটি ব্রেকিং এবং ট্রাকশন নিয়ন্ত্রণে কার্যকর হতে চলেছে। চলুন জেনে নেওয়া যাক এই নতুন বাইকের সমস্ত বৈশিষ্ট্য এবং এর দাম।

Advertisement
Advertisement

দামের দিকে বলতে গেলে এই বাইকটি লঞ্চ করা হয়েছে মাত্র ১.১৮ লক্ষ টাকা দামে। এই বাইকের তিনটি নতুন রংয়ের বিকল্প আপনি পাচ্ছেন। মধ্যে রয়েছে রেসিং রেড, ইবনি ব্ল্যাক এবং মেটালিক পার্ল হোয়াইট। এই বাইকে আপনারা ১৫০ সিসি ইঞ্জিন পেয়ে যাচ্ছেন তা আপনাকে সর্বোচ্চ ১৪.৫ পিএস শক্তি দিতে পারে এবং ১৩.৫ নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে। কোম্পানি এই বাইকে একটি সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম যা আপনাকে ট্রাকশন কন্ট্রোল সাপোর্ট দিতে পারে। এছাড়াও আপনাকে ব্রেকিং কন্ট্রোল সিস্টেম দেবে এই বাইক।

Advertisement

আপনি এই বাইকে বেশ কিছু নতুন ফিচার দেখতে পেয়ে যাবেন। এছাড়াও মাইলেজের দিক থেকে পালসার সিরিজের এই নতুন বাইকটি হতে চলেছে সব থেকে ভালো। ভারতে লঞ্চ হওয়া এই নতুন বাইকটি আপনাকে ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে। পালসার যে ধরনের বাইক সেই নিরিখে এটি হতে চলেছে একটি দারুণ বিষয়। ১৫০ সিসি ইঞ্জিন থাকা সত্ত্বেও আপনি ৫০ কিলোমিটার মতো মাইলেজ পাচ্ছেন। অর্থাৎ বলতে গেলে এই বাইকের ইঞ্জিন সাপোর্ট খুবই ভালো। তাই যদি এই পূজোর মরশুমে আপনার কোন নতুন বাইক কেনার শখ থাকে, তাহলে অবশ্যই পালসারের এই নতুন বাইক আপনি কিনতেই পারেন।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button