দেশনিউজ

বদ্রীনাথ মন্দিরের দরজা খুললেও প্রবেশ নিষেধ ভক্তদের

Advertisement
Advertisement

বদ্রীনাথ মন্দিরের দরজা এই বছরের জন্য খোলা হল। এই প্রথম মন্দিরের দরজা নির্দিষ্ট সময়ের পর খুলল। শুক্রবার ভোর ৪ টা ৩০ মিনিটে বদ্রীনাথ মন্দিরের মূল ফটক খুলে দেওয়া হল। প্রধান পুরোহিত সহ ২৭ জন উপস্থিত ছিলেন মন্দিরে। এই বছরের প্রথম পুজো করেন প্রধান পুরোহিত। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে দেশের কল্যাণে পুজো দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

৩০ এপ্রিল বদ্রীনাথ মন্দির খুললেও এবার সেটা পিছিয়ে ১৫ মে করা হয়। ১০ কুইন্টাল গাঁদা ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দির। কিন্তু মন্দিরে ভক্তদের প্রবেশের অনুমতি মেলেনি। করোনা সংকট না মিটলে ভক্তদের প্রবেশ করতে দেওয়া হবে না বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন। করোনা মোকাবিলায় কেন্দ্রের নির্দেশ মেনে চলবে মন্দির কর্তৃপক্ষ এমনটাও জানানো হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যক ভক্ত প্রবেশ করতে পারবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।

Advertisement

শীতের সময় মন্দির বন্ধ থাকে ফলে মন্দিরের প্রধান পুরোহিত এই সময় রাজ্যের বাইরে থাকেন। নির্দিষ্ট সময়ে পুরোহিত আসেন। বদ্রীনাথের প্রধান পুরোহিত ঈশ্বরী প্রসাদ নাম্বুদ্রি কেরলের কন্নুর থেকে জোশীমঠে আসেন, এখান থেকে নিয়ম মেনে কোয়ারেন্টিনে থাকেন পুরোহিত। তাই নির্দিষ্ট সময়ের পর এবার মন্দির খোলা হল। প্রধান পুরোহিত কোয়ারেন্টিনে থাকার ফলে পিছিয়ে দেওয়া হয়েছে মন্দির খোলার দিন। একই নিয়ম ছিল কেদারনাথ মন্দিরের পুরোহিতের ক্ষেত্রে ও। তবে এবারের মন্দিরের চিত্রটা একেবারে আলাদা। নেই মানুষের ঢল, নেই ভিড়।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button