দেশনিউজ

দক্ষিণ ভারতের জন্য খারাপ খবর!

Advertisement

অরূপ মাহাত: কাশ্মীরে সতর্ক ভারতীয় সেনা। তাই এবার দক্ষিণ ভারতকে হামলার কেন্দ্র হিসেবে বেছে নিলো জঙ্গিরা। ভারতীয় সেনার পক্ষ থেকে দক্ষিণ ভারতের রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে এ বিষয়ে। সোমবার গোয়েন্দা বিভাগ এ নিয়ে ভারতীয় সেনাবাহিনীকে নির্দিষ্ট তথ্য তুলে দেওয়ার পরই সেনা সতর্কতা জারি করে। ভারতীয় সেনা সূত্রে খবর, গুজরাতে ভারত-পাক সির ক্রিক সীমান্তে বেশ কিছু পরিত্যক্ত বোট পাওয়া গিয়েছে৷

গুজরাতের সঙ্গে পাকিস্তানের সিন্ধ প্রদেশকে পৃথক করেছে এই সির ক্রিক সীমান্ত৷ ভারতীয় সেনার সাউদার্ন কম্যান্ডের কম্যান্ডিং ইন চিফ জেনারেল এস কে সাইনির জানান, ‘আমাদের কাছে খবর রয়েছে দক্ষিণ ভারতে বড়সড় হামলার ছক কষছে জঙ্গিরা৷ সির ক্রিক সীমান্তে অনেকগুলি পরিত্যক্ত বোট উদ্ধার করা হয়েছে৷ আমরা সব রকম ভাবে সজাগ রয়েছি৷ জঙ্গিরা অপেক্ষা করছে বলে জানা গেছে৷’

সেনার থেকে সতর্ক বার্তা পাওয়ার পরই নড়েচড়ে বসে কেরল প্রশাসন। সতর্ক করা হয় সমস্ত পুলিশকর্তাকে। প্রতিটি জনবহুল এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করেছে কেরল প্রশাসন। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে তামিলনাড়ুতেও।

Related Articles

Back to top button