ফাঁকা হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট, কখনোই ভুল করেও ATM-এ গিয়ে এই কাজগুলি করবেন না

এটিএম জালিয়াতের ঘটনা এখন গোটা দেশে দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। আপনি যখনই এটিএম থেকে টাকা তুলতে যাবেন সব সময় একটি বিষয় মাথায় রাখুন, যাতে আপনি এটিএম জালিয়াতির শিকার…

Avatar

এটিএম জালিয়াতের ঘটনা এখন গোটা দেশে দ্রুত হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। আপনি যখনই এটিএম থেকে টাকা তুলতে যাবেন সব সময় একটি বিষয় মাথায় রাখুন, যাতে আপনি এটিএম জালিয়াতির শিকার না হয়ে পড়েন। কিছু বিষয়ে মাথায় রাখলে এটিএম জালিয়াতি থেকে আপনি অনেকটা বেঁচে থাকতে পারেন। বিশেষজ্ঞরা জানাচ্ছেন যখনি এটিএম মেশিনে ডেবিট কার্ড ঢুকাবেন, তখনই দেখবেন স্লটের আলোর রং। যদি সবুজ থাকে তাহলে ঠিক আছে, যদি লাল হয় বা আলো জ্বলছে না, তাহলে সেখানে কার্ড রাখবেন না। এছাড়া স্লট যদি ঢিলে হয়, তাহলে সেখানে কার্ড ঢোকাবেন না। এমনও হতে পারে যে মূল স্লটের ওপরে একটি ড্যামি স্লট রাখা হয়েছে। যাতে আপনার কার্ডের তথ্য চুরি করা যায়।

আজকালকার দিনে প্রতারকদের কাছে এই পদ্ধতিটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে এবং এটিকে বলা হয় কার্ড ক্লোনিং। কার্ড ক্লোন করার পরে জালিয়ানদের এটিএম পিন প্রয়োজন হয়। এর দুটি অপশন রয়েছে। জালিয়াতরা পিছনে দাঁড়িয়ে আপনার পিন নম্বর দেখতে পারেন। দ্বিতীয় উপায় হল সিসিটিভি হ্যাক করে আপনার পিন জেনে নিতে পারেন। তাই প্রকাশ্যে পিন না দিয়ে সব সময় পিন ঢেকে রাখার চেষ্টা করুন।

যদি কারো সঙ্গে এটিএমে কোন জালিয়াতি হয়ে থাকে, তাহলে বিষয়টি অবিলম্বে পুলিশকে জানাতে হবে। এটা সম্ভব হয়ে থাকে যে হয়তো প্রতারকদের আঙুলের ছাপ মেশিনে পাওয়া যায়। এবং তা যদি আগের কোন অপরাধীর রেকর্ডের সঙ্গে মিলে যায় তাহলে তাকে দ্রুত ধরা যাবে। সাইবার সেল এর কাছে অভিযোগ জানাতে পারেন আপনি। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিজে থেকে সতর্ক হওয়া।