কলকাতানিউজ

শহরে ফের ATM জালিয়াতির চক্র, অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা উধাও

Advertisement
Advertisement

যাদবপুর : ফের শহরে এটিএম জালিয়াতির চক্র। গত ২৪ ঘন্টায় এটিএম জালিয়াতি নিয়ে যাদবপুর থানায় অভিযোগ জমা পড়েছে ১৪ টির বেশি। পুলিশ জানাচ্ছে, দিল্লির কোনো জায়গা থেকে শহরের নাম করা ব্যাঙ্কের গ্রাহকদের টাকা তুলে নেওয়া হচ্ছে। জালিয়াতির ঘটনায় প্রথম সারির কিছু ব্যাঙ্কের এটিএম আছে বলে জানাচ্ছে পুলিশ।

Advertisement
Advertisement

SBI, HDFC, PNB, INDIAN BANK, AXIX BANK এর গ্রাহকরা এর শিকার বলে জানানো হয়েছে পুলিশের তরফে। এক গ্রাহক এ বিষয়ে বলেছেন, তার ফোনে দুটি মেসেজের মাধ্যমে তিনি জানতে পারেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তোলা হয়েছে। তিনি ব্যাঙ্কে ফোন করলে তার অ্যাকাউন্টটি বন্ধ করে দেওয়া হয় এবং পুলিশের কাছে অভিযোগ জানাতে বলা হয়।

Advertisement

পুলিশ জানাচ্ছে কোনোরকম ওটিপি, ফোন কল বা অন্য কোনোরকম তথ্যের আদানপ্রদান ছাড়াও কিভাবে টাকা তোলা হলো তা নিয়ে খোঁজ নিচ্ছেন তারা। কোন পদ্ধতিতে এবার এটিএম জালিয়াতি হচ্ছে তা এখনো পুলিশের কাছে অধরা। তবে কোনো যন্ত্র বসিয়ে একাজ করা হচ্ছে বলে মত পুলিশের। তারা তদন্ত শুরু করেছে বলে জানানো হয়েছে পুলিশের তরফে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button