নিউজরাজ্য

অবশেষে শীতের আমেজ বাংলায়, ভোরে কলকাতার তাপমাত্রা নামল ১৫ ডিগ্রি সেলসিয়াসে

কিছু জেলায় ভোরের দিকে তাপমাত্রা ১৩ ডিগ্রিতেও নেমেছে

Advertisement
Advertisement

গতকাল পর্যন্ত বাংলায় মনেই হচ্ছিল না যে ডিসেম্বর মাস শুরু হয়েছে। আসলে বঙ্গোপসাগরের জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করায় কয়েকদিন তাপমাত্রা বেশি ছিল। শীতের আমেজ একদমই অনুভূত না হওয়ায় এটা মনেই হচ্ছিল না যে বছরের শেষ মাস ডিসেম্বর শুরু হয়ে গেছে। তবে আজ রবিবাসরীয় সকালে শীত তার জানান দিল গোটা বঙ্গে। এবার সময় এসেছে আলমারি থেকে সোয়েটার বার করার। রবিবার সকালে শহর থেকে জেলা সর্বত্র শীতের আমেজ অনুভূত হচ্ছে তাপমাত্রার পারদ নেমেছে ১৫ ডিগ্রির ঘরে। কুয়াশায় মুড়েছে পথঘাট। তবে বেলা বাড়তেই পরিষ্কার হচ্ছে আকাশ।

Advertisement
Advertisement

আজ রবিবার সকাল থেকে জাঁকিয়ে শীত পড়েছে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কুয়াশার কারণে জেলায় ধীরগতিতে চলছে লোকাল ট্রেন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। গতকালই তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। কয়েকটি জেলার জেলার তাপমাত্রা নেমে গিয়েছে ১৩ ডিগ্রির আশেপাশে। কারণ, অবশেষে বাধাহীনভাবে ফের প্রবেশ করছে উত্তুরে হাওয়া। ডিসেম্বেরের দ্বিতীয় সপ্তাহে শীত আরও বাড়বে বলেই হাওয়া অফিস সূত্রে খবর।

Advertisement

তবে বেলা গড়ালে এই শীতের আমেজ কেটে যাবে। আপাতত আগামী কয়েকদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার থাকবে। শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আবার সূর্য অস্ত যাওয়ার সময় থেকে অনুভূত হবে শীত। আর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই পাকাপাকিভাবে শীত চলে আসবে বঙ্গে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button