কলকাতানিউজ

অবশেষে ডিসেম্বরে খুলে দেওয়া হচ্ছে মাঝেরহাট ব্রিজ

Advertisement
Advertisement

কলকাতা: ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে দুপুরের ব্যস্ততম সময়ে হঠাৎ ভেঙে পড়েছিল মাঝেরহাট ব্রিজ। সেই সময় কার্যত অনেক গাড়ি ব্রিজের উপর দিয়ে যাতায়াত করছিল। এমন সময় দক্ষিণ কলকাতার একাংশের যান চলাচল কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বেশ কয়েক জনের মৃত্যু হয়েছিল। তারপর কেটে গিয়েছে দু’বছর। তবুও খোলা হয়নি ব্রিজ। নতুনভাবে আধুনিক পদ্ধতিতে তৈরি করার কাজ চলছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঝেরহাট ব্রিজ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আজ, বুধবার ব্রিজ পরিদর্শনে যান মন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি ব্রিজের এ প্রান্ত থেকে ও প্রান্ত দেখেন এবং সব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরই জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে মাঝেরহাট ব্রিজ।

Advertisement
Advertisement

কিন্তু এই ব্রিজের নয়া সংযুক্তিকরণ হিসেবে থাকবে একটি সংকেত। ভারী মালবোঝাই যান এই ব্রিজের ওপরে উঠলেই সেটি সংকেত দিয়ে দেবে কন্ট্রোল রুমে। ব্রিজের যে অংশের তলায় রেললাইন রয়েছে, সেই অংশ ঝুলন্তভাবে বানানো হয়েছে। মোট 84টি কেবল এই ব্রিজটিকে ধরে রেখেছে। চার লেনের নয়া মাঝেরহাট ব্রিজ এখন অনেকটাই চওড়া। তাই যানজটের সম্ভাবনা অনেক কম।

Advertisement

প্রসঙ্গত, ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর দুপুরে হঠাৎ মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ে। সেই সময় ব্রিজের তলা এবং ওপর দুই অংশ দিয়েই গাড়ি চলাচল করছিল। এমনকি ব্রিজের ওপর দুটি বাস চলাচল করছিল। এমন সময় ব্রিজের ১০০ মিটারের অংশ মাঝখান দিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এর ফলে আটকে পড়ে অসংখ্য গাড়ি, বাইক। এমনকি বেশ কয়েকজনের ঘটনায় মৃত্যু পর্যন্ত হয়। স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধারকাজ শুরু করে। পরবর্তীকালে পুলিশ, দমকলকর্মী এবং বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা গিয়ে উদ্ধারকার্য শুরু করে। দু বছর এই ব্রিজ বন্ধ থাকার ফলে যাতায়াতের অসুবিধা হচ্ছিল সেখানকার মানুষজনদের। তবে ডিসেম্বর থেকে পুনরায় নবনির্মিত মাঝেরহাট ব্রিজ খুলে গেলে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button