দেশনিউজ

ব্যাঙ্কে ঢুকবে ৫০,০০০ টাকা, আজই বিনিয়োগ করুন এই স্কিমে

Advertisement
Advertisement

 

Advertisement
Advertisement

ভবিষ্যৎ সুরক্ষা করতে কোন মানুষ নক চান। আপনিও নিশ্চিয়ই চান? অনেকেই আছেন যারা বৃদ্ধ বয়সে ভবিষ্যত সুরক্ষিত রাখতে কিছু না কিছু করেন। আপনি যদি বিনিয়োগ করে আপনার বৃদ্ধ বয়স সুরক্ষিত করতে চান তবে আপনার এখন থেকেই প্ল্যানিং শুরু করা উচিত। যেদিন থেকে কাজ শুরু করবেন সেদিন থেকেই অবসরের জন্য অর্থ সঞ্চয় করা উচিত।

Advertisement

মূলত, যত তাড়াতাড়ি আপনি সঞ্চয় শুরু করবেন অবসরের আগে পর্যন্ত তত বেশি টাকা পাবেন। একটি অবসর তহবিল জমা করার জন্য, আপনি অনেক বিনিয়োগ করার বিকল্প পেতে পারেন। যেমন আয়নার জন্য এনপিএস একটি ভালো বিকল্প হতে পারে যা নিরাপদ এবং ভাল রিটার্ন দেয়। আপনি এনপিএসের মাধ্যমে প্রতি মাসে ৫০ হাজার টাকা পেনশনের ব্যবস্থা করতে পারেন।

Advertisement
Advertisement

এক্ষেত্রে ধরুন আপনার বয়স ৩০ বছর। আজ আপনি যদি র ্যাপসে প্রতি মাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করেন, তাহলে অবসর পর্যন্ত অর্থাৎ ৩০ বছর পর যখন আপনার বয়স ৬০ বছর হবে, তখন আপনার হাতে ১ কোটি টাকার বেশি এবং মাসিক ৫২ হাজার টাকা পেনশন আসবে। ফলে বুড়ো বয়সে আপনাকে কারোর ওপর নির্ভর করে থাকতে হবে না।

এনপিএস সরকারের কাছ থেকে গ্যারান্টি পায়। অর্থাৎ, আপনি ৯ থেকে ১২ শতাংশ পর্যন্ত বার্ষিক রিটার্ন পাবেন। মেয়াদপূর্তির পরে, আপনাকে বার্ষিকী স্কিমে ৪০% বিনিয়োগ করতে হবে নিয়মিত পেনশন পেতে। বার্ষিক বৃত্তির রিটার্নও ৬ শতাংশের কাছাকাছি। এবার এনপিএস ক্যালকুলেটরের সাহায্যে জানা যাবে ৩০ বছর পর আপনি কত টাকা পাবেন।

১৮ বছর থেকে ৬৫ বছর পর্যন্ত যে কেউ এনপিএস স্কিমে বিনিয়োগ করতে পারেন। এর পাশাপাশি বছরে ২ লক্ষ টাকা পর্যন্ত করের সুবিধাও পাওয়া যায়। আয়করের ধারা 80C এর অধীনে, আপনি সর্বোচ্চ ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর সাশ্রয় করতে পারেন।

Advertisement

Related Articles

Back to top button