বলিউডবিনোদন

হলিউড অভিনেত্রীদের সৌন্দর্য্যে টেক্কা দেবেন আরশাদ ওয়ারসির স্ত্রী, রইলো ছবি

বলিউডে ব্যাপক জনপ্রিয়তা রয়েছে আরশাদ ওয়ারসির

×
Advertisement

গল্পগুজব এবং আলাপ-আলোচনার আড্ডাতে সর্বদা জায়গা করে নেয় বলিউড। ভারতের জনগণের মধ্যে বলি তারকাদের প্রতি ক্রেজটা একটু অন্যরকম। তাই তো ৯০ এর দশকে শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে এই বলি ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়াতে চর্চার কেন্দ্রবিন্দুতে আসে তারকাদের ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবন সবকিছুই। অনেকে এই বলিউড লাইমলাইট থেকে সরে দাঁড়ালেই এখনও অব্দি তাদের জনপ্রিয়তা সেই একই রয়ে গেছে। এই বলি জগতের এক অন্যতম তারকা হলেন আরশাদ ওয়ারসি।

Advertisements
Advertisement

আরশাদ ওয়ারসি একজন সুপরিচিত বলিউড অভিনেতা, যিনি তার চমৎকার অভিনয় এবং কমিক টাইমিং দিয়ে দর্শকদের মন জয় করেছেন। এর পাশাপাশি জীবনে বলিউডে পরিচয় পেতে অনেক সংগ্রাম করেছেন তিনি। তবে আজকের এই প্রতিবেদন তাঁকে নিয়ে নয়। বরং এই প্রতিবেদন তাঁর স্ত্রীকে নিয়ে।

Advertisements

আরশাদ ওয়ারসি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতা, যার অভিনয় সবাই পছন্দ করে। আরশাদ ওয়ার্সি নিজেকে সব ধরনের চরিত্রেই মানিয়ে নেন, সেটা গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করা হোক বা পর্দায় এমনভাবে কমেডি করা যাতে সবাই তার অভিনয় পছন্দ করে। গোলমাল ফিল্ম থেকে মুন্না ভাই এমবিবিএস পর্যন্ত এই অভিনেতাকে খুব পছন্দ করা হয়েছে কারণ তিনি খুব ভাল কমেডি করতে পারেন। তাঁর রিয়েল লাইফ স্ত্রী হলেন মারিয়া গোরেটি।

Advertisements
Advertisement

সম্প্রতি আরশাদ ওয়ারসি লাইমলাইটে এসেছেন তাঁর স্ত্রীয়ের কারণে। ১৯৯৯ সালে মরিয়ার সাথে বিয়ে করেন এই তারকা। তারপর ২৩ বছর ধরে একসাথে রয়েছেন তাঁরা। আরশাদ ওয়ারসির মতো, তার স্ত্রী মারিয়া বলিউডের অনেক ছবিতে কাজ করেছেন। নমস্তে লন্ডন সিনেমায় এই অভিনেত্রী ব্যাপক কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন। তাঁর সৌন্দর্য টেক্কা দেয় হলিউড অভিনেত্রীদেরও।

Related Articles

Back to top button