কলকাতানিউজ

গরু পাচার কাণ্ডে নয়া মোড়! বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি

Advertisement
Advertisement

কলকাতা: গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের (Binay Mishra) বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। গত প্রায় এক মাস ধরে তাঁকে খুঁজছে সিবিআই (CBI)। গরুপাচারের বিপুল অঙ্কের টাকা বিনয়ের মাধ্যমে পাচার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। তাঁকে হাজিরা দেওয়ার জন্য একাধিকবার নোটিশ (Notice) পাঠিয়েছে সিবিআই। কিন্তু তাতে লাভ হয়নি। দেখা মেলেনি বিনয়ের। এমনকি পরিবারের কেউই তাঁর খোজ দেননি বলে জানিয়েছেন পুলিশ (Police)। তাই এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

Advertisement
Advertisement

গরু পাচারকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি। গত প্রায় ১ মাস ধরে তাঁকে খুঁজছে সিবিআই। গরুপাচারের বিপুল অংকের টাকা বিনয়ের মাধ্যমে পাচার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। তাঁকে হাজিরা দেওয়ার জন্য একাধিকবার নোটিশ পাঠিয়েছে সিবিআই। কিন্তু তাতে লাভ হয়নি। দেখা মেলেনি বিনয়ের। এমনকি পরিবারের কেউই তাঁর খোজ দেননি বলে জানিয়েছেন পুলিশ। তাই এবার তাঁর বিরুদ্ধে জারি হল গ্রেফতারি পরোয়ানা।

Advertisement

সিবিআই সূত্রে খবর, গরুপাচারের তদন্তে সহায়তা করেনি বিনয় মিশ্র। এমনকি ৩ বার বিনয় মিশ্রকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়ে নোটিশ পাঠানো হলেও হাজিরা তো দূর কোনও পাত্তাই দেননি তিনি। শেষবার গত ১৯ জানুয়ারি হাজিরা দেওয়ার জন্য নোটিস পাঠায় সিবিআই। বিনয় মিশ্র সেই নির্দেশকেও গুরুত্ব না দিয়ে সিবিআই দফতরে পা রাখেননি।

Advertisement
Advertisement

তদন্তকারীরা জানাচ্ছেন,বিনয় মিশ্রকে ফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যাচ্ছে না। তাঁর পরিবারের সদস্যরাও তিনি কোথায় আছেন তা জানান না বলে জানিয়েছেন। তাই অবশেষে তাঁকে ফেরার ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারির করল  আসানসোলে সিবিআআইয়ের বিশেষ আদালত। এর আগে কয়লাপাচার কাণ্ডে অনুপ মাজি ওরফে লালার বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

Advertisement

Related Articles

Back to top button