খেলাফুটবল

গোলশূন্য আর্জেন্টিনা-চিলি ম্যাচ!

Advertisement

সুরজিৎ দাস: ইন্টারন্যাশনাল ফিফা ফ্রেন্ডলি ম্যাচে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস মেমোরিয়াল কোলেসিয়াম স্টেডিয়ামে অনুষ্ঠিত আর্জেন্টিনা-চিলির ম্যাচের ফলাফল গোল শূন্য। দুই দলের খেলোয়াড়রাই প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে বেশ কটি গোলের সুযোগ পেলেও সাফল্য ধরা দেয়নি কারো কাছেই। পুরো ম্যাচে দারুণ কিছু গোলের সুযোগ পায় দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলবেলিস্তাদের হয়ে প্রথম সুযোগটি পায় জুভেন্তাস তারকা পাওলো দিবালা। ম্যাচের ১৩ মিনিটে ডি-বক্সের একটু বাইরে থেকে দিবালার করা গোলের মুখের শটটি বার উঁচিয়ে চলে যায়।

তার ঠিক মিনিট চারেক পর হলুদ কার্ড দেখেন এই জুভ তারকা। বিরতির পর দুই দলের খেলোয়াড়রাই আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রথমার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ আর্জেন্টিনার দখলে থাকলেও দ্বিতীয়ার্ধে তা ছিল সমানে সমান। পুরো ম্যাচে উভয় দলই ৫০ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে ফলে আক্রমণ প্রতি আক্রমণের মাঝে খেলা চললেও গোল তুলে আনতে পারে নি কেউই। দুটি প্রীতি ম্যাচের মধ্যে আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচটি ৫ দিন পর মেক্সিকোর সঙ্গে।

Related Articles

Back to top button