সৌন্দর্যজীবনযাপন

Face Care: বেসন ও দুধের প্রলেপ লাগালেই মিটবে ত্বকের একাধিক সমস্যা, জানুন বিস্তারিত

Advertisement
Advertisement

বর্তমানে কর্মব্যস্ত জীবনে নিজের যত্ন নেওয়া অনেকসময়ই সম্ভব হয় না। তবে সেই কর্মব্যস্ততার মাঝেও অনেকে রয়েছেন যারা নিজের পাশাপাশি যত্ন নেন নিজেদের ত্বকের। তবে ব্যক্তি বিশেষে প্রত্যেকের ত্বকের ধরন ভিন্ন হয়। তবে ঘরে কয়েকটি জিনিস থাকলেই বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক, যা ত্বকের সৌন্দর্য বাড়িয়ে তুলবে আরো অনেকটা।

Advertisement
Advertisement

ত্বকের জন্য অনেকসময় বাইরের কেমিক্যাল মেশানো জিনিসপত্র ক্ষতিকারক হতে পারে। তবে যদি ঘরেই বানিয়ে নেওয়া যায় ত্বকের যত্ন নেওয়ার মতো ফেসপ্যাক, তাহলে তার থেকে ভালো কিছু হতেই পারে না।

Advertisement

হলুদ ও বেসন ত্বকের জন্য খুবই উপকারী। হলুদ কিংবা বেসন দুটি জিনিসই যে কোন ধরনের ত্বকের পক্ষে ভালো। একটি বাটিতে পরিমাণ মতো হলুদ, বেসন ও দুধ মিশিয়ে যদি সেই প্রলেপ মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখা যায়, তাহলে তা ত্বকের অনেক সমস্যা দূর করে দেয়। বিশেষ করে ত্বক থেকে অতিরিক্ত তেলের পরিমাণ মিটিয়ে দেয় এই প্রলেপ।

Advertisement
Advertisement

অন্যদিকে বেসন, হলুদ ও দুধের সাথে যদি অল্প পাতিলেবুর রস মিশিয়ে দেওয়া যায় তাহলে তা ত্বকের ব্রনর সমস্যা অনেকটাই দূর করে দিতে পারে।

দু’চামচ বেসনের সাথে দু’চামচ চন্দনের গুঁড়ো তার সাথে পরিমাণ মতো দুধ ও অল্প হলুদ মিশিয়ে যদি তা ত্বকে লাগানো যায় তাহলে ত্বকের নানা দাগ মিটিয়ে দিতে পারে। পাশাপাশি ত্বকের বন্ধ কোষগুলো পুনরায় খুলে দিতে পারে এই প্রলেপ।

উল্লেখ্য বেসন, ওটস ও দুধ একসাথে একটি পাত্রে মিশিয়ে নিয়ে যদি ত্বকে লাগানো যায় সেটিও ত্বকের অনেক সমস্যা দূর করে দিতে পারে। পাশাপাশি ত্বকের সৌন্দর্য ও উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারে দ্বিগুণ।

Advertisement

Related Articles

Back to top button