বলিউডবিনোদন

Anveshi Jain: সমুদ্রের জলে জলকেলিতে মত্ত অন্বেষী, গোলাপি মনোকিনিতে হুঁস ওড়ালেন অভিনেত্রী

×
Advertisement

অন্বেষী জৈন বর্তমান প্রজন্মের কাছে অন্যতম পরিচিত একটি মুখ। ওয়েব সিরিজ ‘গান্দী বাত ২’এর সূত্র ধরেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। অন্বেষী বোল্ড অভিনেত্রী হিসেবেই পরিচিত বেশিরভাগের কাছে। সিরিজে বেশ কয়েকটি সাহসী দৃশ্যেও অভিনয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে, যা রীতিমতো ঘুম ছুটিয়েছিল দর্শকদের। সম্প্রতি নিজের একটি মিউজিক ভিডিওর শুটিংয়ের ঝলকের সূত্র ধরেই এই মুহূর্তে চর্চার আলোয় অভিনেত্রী।

Advertisements
Advertisement

অভিনেত্রী মধ্যপ্রদেশের বাসিন্দা। অভিনয় দুনিয়ায় আসার আগে মডেলিং করতেন তিনি। মডেলিংয়ের পাশাপাশি একাধিক শো হোস্টও করেছেন তিনি। প্রাইভেট পার্টি, বড় বড় ইভেন্ট ছাড়াও একাধিক শো সঞ্চালনার দ্বায়িত্ব সামলেছেন তিনি। তবে বর্তমানে তিনি যে যথেষ্ট সফল, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমান প্রজন্মের দর্শকদের মাঝেও তার জনপ্রিয়তা নেহাত কম নয়। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার একাধিক ঝলক মিলবে।

Advertisements

Advertisements
Advertisement

এই মুহূর্তে অভিনেত্রী একেবারেই ভ্যাকেশন মুডে রয়েছেন। অভিনেত্রীর সাম্প্রতিক শেয়ার করে নেওয়া ঝলক দেখে সেকথাই স্পষ্ট হয়েছে সকলের কাছে। আপাতত, সমুদ্রের কাছাকাছি গোলাপি মনোকিনিতেই ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, অভিনেত্রী শেয়ার করে নেওয়া এই ঝলক আপাতত ঘুম উড়িয়েছে তার অগণিত ভক্তমহলের। উষ্ণতা ছড়িয়েছে গোটা সোশ্যাল মিডিয়ার পাতাতে। হুঁসও উড়িয়েছে নেটমহলের একাংশের। আপাতত, গোধূলি বেলায় অভিনেত্রীর এই আবেদনময়ী রূপ মোহিত করেছে অধিকাংশকেই, যার একাধিক ঝলক অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির কমেন্টবক্সেই মিলবে।

Related Articles

Back to top button