নিউজপলিটিক্সরাজ্য

সিঙ্গুরের কৃষকদের জমি ফেরতের বছরপূর্তি! টুইট মমতার, কটাক্ষ দিলীপ ঘোষের

Advertisement
Advertisement

আজ হুগলির সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের জমি ফেরত দেওয়ার তৃতীয় বার্ষিকী। এই উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি লেখেন, “আজ সিঙ্গুরের কৃষকদের ইচ্ছের বিরুদ্ধে অধিকৃত জমি ফেরতের তৃতীয় বার্ষিকী, এই ঐতিহাসিক দিনে সরকার কৃষকদের পরচা হস্তান্তর করে। শিল্পের সমৃদ্ধি এবং কৃষকদের স্বার্থ সুনিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। মা-মাটি-মানুষ কে জানাই আমার প্রণাম।”

Advertisement
Advertisement

অপরদিকে সিঙ্গুর নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ বিজেপির দিলীপ ঘোষের। তিনি বলেন ,“ওখানকার কৃষকরা আবার কারখানা চাইছেন কেন?মুখ্যমন্ত্রী তিন বছর ধরে যে জমি দিয়েছেন সেখানে কোনো চাষ হয়নি।সেখানকার জমি চাষের উপযোগী নয়। কাজেই ধান, সব্জি কিছুরই ফলন হয়নি। চাষযোগ্য জমি দিন,নয়তো কারখানা দিন। করে দিন,নয়তো কারখানা দিন। কিছুই না দিয়ে শুধু ভোট নিয়ে নিলেন। “

Advertisement
Advertisement

Related Articles

Back to top button