কলকাতানিউজ

ষষ্ঠীর সকালেই শহরে দুর্ঘটনা, আহত দুই

Advertisement
Advertisement

কলকাতা: আজ, বৃহস্পতিবার মহাষষ্ঠী। মায়ের বোধন হবে আজ। আর এদিন সকালেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল কলকাতার রাস্তায়। ঘটনার কবলে পড়া দুই যুবককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement
Advertisement

জানা গিয়েছে, আজ সকাল ছটা নাগাদ বিজন সেতু ওপর দিয়ে কসবা থেকে মোটরবাইকে করে গড়িয়ার দিকে যাচ্ছিল ওই দুই যুবক। হঠাৎই তাদের বাইক স্কিড করে এবং সামনে থাকা ডিভাইডারে গিয়ে সজোরে ধাক্কা মারে। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দা এবং পুলিশের তৎপরতায় দুই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনেরই অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

জানা গিয়েছে, বাইকের গতি অসম্ভব বেশি ছিল এবং বৃষ্টি হওয়ার কারণে আগে থেকেই রাস্তা পিছল ছিল। তার জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এমনকি এলাকার সিসিটিভি ফুটেজে দেখা হচ্ছে। বাজেয়াপ্ত করা হয়েছে বাইকটি। পুলিশ সূত্রে খবর, গতকাল, বুধবার রাতে ঠাকুর দেখতে বেরিয়েছিল ওই দুই যুবক। মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল বলেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান। আহতদের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button