নিউজরাজ্য

১০০ টাকা ক্ষতিপূরণ নিয়ে বচসা, চিড়িয়ামোড়ে বাসচালককে পিষে দিল আর একটি বাস চালক

Advertisement
Advertisement

কলকাতা: ১০০ টাকা নিয়ে বচসা। আর তার জেরেই এক বাস চালককে পিষে দিল অন্য আর একটি বাস চালক। শুক্রবার এই ঘটনাটি ঘটেছে কাশীপুরের চিড়িয়ামোড়ে। এই ঘটনায় অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

Advertisement
Advertisement

পুলিশ সূত্রে খবর, হাওড়া-ব্যারাকপুর রুটের এস-১২ বাস চালাচ্ছিলেন পূর্ণেন্দু নন্দী নামে এক ব্যক্তি। সেই সময় উল্টো দিক থেকে ৭৮ নম্বর রুটের একটি বাস এসে পূর্ণেন্দু নন্দীর বাসে ধাক্কা মারে। এর ফলে তার বাসের লুকিং গ্লাস ভেঙে যায়। বাস থেকে নেমে তিনি ১০০ টাকা ক্ষতিপূরণ চান। আর সেই নিয়ে বিবাদ শুরু হয়। এমনকি বিবাদ এতটাই চরমে ওঠে যে, ৭৮ নম্বর রুটের বাস চালক নিজের বাসটিকে চালিয়ে নিয়ে চলে যান। এমনকি যাওয়ার সময় সেই বাস দিয়ে পিষে দিয়ে যান পূর্ণেন্দু নন্দীকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।

Advertisement

জানা গিয়েছে, মৃত বাস চালকের বাড়ি হুগলির রিষড়ায়। সেখানে রয়েছেন তার বৃদ্ধা মা, স্ত্রী ও একটি মেয়ে । পরিবারে তিনিই একমাত্র রোজগেরে সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। কিন্তু শুধুমাত্র ১০০ টাকার জন্য একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে? এটাই ভাবাচ্ছে পুলিশকে। ১০০ টাকাটাই আসল কারণ নাকি এর পেছনে অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে। এই প্রশ্ন উঠছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। এমনকি আশেপাশের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা চলছে। ইতিমধ্যেই অভিযুক্ত বাস চালককে গ্রেফতার করেছে পুলিশ। এমনকি তার বাসটিকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button