একটা সময় বলিউডের সবথেকে জনপ্রিয় কিছু ভিলেনের মধ্যে একজন ছিলেন অমরিশ পুরি। তার ভারিক্কি যুক্ত গলার আওয়াজ , তার ব্যক্তিত্ব, তার সংলাপ বলার দক্ষতা সবকিছুই তাকে একটা আলাদা মাত্রা এবং আলাদা পরিচয় দিয়েছিল বলিউডে। দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমায় সিমরান অর্থাৎ কাজলের বাবার চরিত্রে অভিনয় হোক কিংবা মোগাম্বো খুশ হুয়া বলে অট্টহাস্য দেওয়া হোক, অমরিশ পুরি ছিলেন সবকিছুতেই একেবারে একাই একশো। পুরো দেশ তার এই অসাধারণ অভিনয় দক্ষতার দিওয়ানা ছিল। একটা সময় এমন ছিল, যখন যেকোনো ভিলেন চরিত্রেই তিনি ছিলেন সর্বেসর্বা। তাকে কাস্ট করানোর জন্য পরিচালকদের লাইন লেগে থাকতো।
তবে, এবারে তাকে তার অভিনয় কিংবা তার চরিত্রের জন্য দেখা যাচ্ছে না, তাকে দেখা যাচ্ছে, তার মেয়ের জন্য। আসলে সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার মেয়ের একটি ছবি ভাইরাল হতে শুরু করেছে, যেখানে তার কন্যাকে লাগছে বেশ সুন্দরী। দীর্ঘদিন ধরে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করা অমরিশ পুরি আজকাল তার সুন্দরী কন্যা নম্রতা পুরির কারণে খবরের শিরোনামে রয়েছেন। তার সুন্দর স্টাইল মানুষকে একেবারে মন্ত্রমুগ্ধ করে দিয়েছে। সবাই বলছেন নম্রতা কিন্তু সৌন্দর্য্যের দিক থেকে বলিউড নায়িকাদের চেয়েও অনেকটাই এগিয়ে। অনেকে আবার এও বলছেন, বলিউডে অবশ্যই তার ভাগ্য চেষ্টা করা উচিত। অমরীশ পুরীর মেয়ের হটনেস ইন্টারনেটে তাপমাত্রা বাড়িয়েছে। তার কন্যার সৌন্দর্য্য রীতিমতো প্রশংসার যোগ্য এবং তবে সবথেকে আশ্চর্যের ব্যাপার হলো, নমৃতা নিজে এত সুন্দরী হওয়ার পরেও তিনি কিন্তু বলিউডের জাকজমক থেকে একেবারেই দূরে থাকতে পছন্দ করেন। তিনি চাইলেই বলিউডে অভিনয় করতেই পারতেন, কিন্তু তিনি সাধারণ ভাবেই জীবন যাপন করার চিন্তা করেছেন।
তবে আপনাদের জানিয়ে রাখি, নমৃতা কিন্তু ভারতের বাসিন্দা নন। বাবার কাজের ব্যাপারেও তাকে বেশি কথা বলতে শোনা যায়নি কোনদিন তেমন ভাবে। তিনি ভারতে এখন থাকেন না। বরং তিনি বিদেশে এখন নিজের স্বামীকে নিয়ে একেবারে সেটেল ডাউন। তবে তিনি একেবারেই যে হোম মেকার তাও না, তিনি কিন্তু নিজে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং তিনি নিজে এই কাজ করে থাকেন বিদেশে। বলিউডের কাজ কর্ম, তাদের পদ্ধতি এইসব থেকে তিনি কয়েক ক্রোশ দূরে থাকতেই পছন্দ করেন। ঠিক সেই কারণেই তিনি নিজের পরিবারের সঙ্গে বিদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।