বিনোদন

বন্ধ ঘরে হানিমুনের রাতে বাঁধনছাড়া রোমান্স করলেন আম্রপালি নিরহুয়া, রইলো ভিডিও

প্রায় ৪ কোটি মানুষ ইতিমধ্যেই এই ভাইরাল ভিডিওটি দেখে নিয়েছেন

×
Advertisement

একটা সময় ছিল যখন ভারতের বিনোদন ক্ষেত্রে রাজ করত বলিউড ইন্ডাস্ট্রি। সিনেমা থেকে শুরু করে মিউজিক ভিডিও সবেতেই টপ পজিশনে থাকত হিন্দি চলচ্চিত্র। তবে বর্তমানে সেই আঙ্গিক বদলে গিয়েছে। সিনেমার জগতে ব্যাপক জনপ্রিয়তা পাচ্ছে দক্ষিণী ভাষায় তৈরি বিভিন্ন সিনেমা। পাশাপাশি মিউজিক ভিডিও জগতে একাধিকত্ব বিস্তার করেছে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিও। ইউটিউব খুললেই ভাইরাল তালিকায় দেখা মেলে বিভিন্ন ভোজপুরি মিউজিক ভিডিওর। ভোজপুরি ইন্ডাস্ট্রি উন্নতির সাথে সাথে দর্শকদের কাছে পরিচিত হচ্ছে এই ইন্ডাস্ট্রির কলাকুশলীরা।

Advertisements
Advertisement

ভোজপুরি ইন্ডাস্ট্রির নীরাহুয়া ও আম্ভ্রপালি দুবে এক জনপ্রিয় নাম। সম্প্রতি এই জুটির একটি নতুন গান সোশ্যাল মিডিয়াতে সুপারহিট হয়েছে। গানেতে ভোজপুরি ইন্ডাস্ট্রির অন্যতম সাহসী অভিনেত্রী আম্রপালি দুবের সাথে নীরাহুয়ার কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে সকলের। এই ভাইরাল ভোজপুরি গানটির নাম, ‘কাতারে কাতারে’। এই গানে অভিনেত্রীর গ্ল্যামারাস লুক এবং সেইসাথে গানের তালে তালে অসম্ভব সুন্দর এক্সপ্রেশন কাবু করেছে নেটজনতাদের। আপনাদের জানিয়ে রাখা ভাল এই গানটি অন্যতম জনপ্রিয় ভোজপুরি সিনেমা ‘সিপাহী’ এর।

Advertisements

এই ভাইরাল ভিডিওর শুরুতে দেখা যায় নিরাহুয়ার কপালের রক্ত পরিষ্কার করছেন আম্রপালি দুবে। তবে কিছুক্ষণের মধ্যেই আম্রপালির কোলে শুয়ে নিরাহুয়া তাঁর চোখের জাদুতে হারিয়ে যান। এরপর একে অপরকে চুম্বন করে অন্তরঙ্গতার মাত্রা ছাড়ান দুই তারকা। বন্ধ ঘরে তাদের রোমান্স দেখলে ঘাম ঝরতে শুরু করবে আপনারও। এই গানটিতে আম্রপালির সৌন্দর্য দেখে হোঁচট খেয়েছেন কমবয়সী যুবকরাও। এই ভোজপুরি ভিডিওটি বর্তমানে ইন্টারনেট দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়ে গেছে। আপনি শুনলে অবাক হবেন যে এই ভিডিওটি ইতিমধ্যেই প্রায় ৪ কোটি মানুষ দেখে নিয়েছেন। আপনি যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে দেখে নিন।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button