Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

উত্তপ্ত ফেব্রুয়ারি, ৮-৯ এ বাংলা সফরে আসছেন শাহ, প্রথম দুই সপ্তাহে রাজ্যে বহু কর্মসূচি মোদী- শাহ- নাড্ডার 

আগামী ৮-৯ তারিখ রাজ্য সফরে আসছেন শাহ (Amit Shah), ১০ তারিখ আসতে চলেছেন জে পি নাড্ডা (J P Nadda)। অন্যদিকে ৭ তারিখ বাংলায় দেখা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra modi)

Advertisement
Advertisement

অমিত শাহের আগামী বাংলা সফরের দিন একপ্রকার ঘোষণা হয়ে গিয়েছে। আগামী ৮ তারিখ এবঙ্গ ৯ তারিখ দুই দিনের বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গেরুয়া শিবিরের সূত্র হতে এমনটাই জানা গিয়েছে। দিল্লিতে উজরায়েল দূতাবাসনের সামনে বিস্ফোরণের কারণে ২৯ এ জানুয়ারি শেষ মুহুর্তে স্থগিত করতে হয় শাহের বাংলা সফর। তবে তিনি যে খুব তাড়তাড়ি বাংলায় আসছেন তা রবিবার হাওড়ার ডুমুরজলার গেরুয়া শিবিরের মেগা যোগদান সভায় ভার্চুয়াল বার্তায় জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। এর পর থেকে তার এই সফরকে ঘিরে ছিল চাঞ্চল্য। অবশেষে বিজেপির সূত্র হতে জানা গিয়েছে তার সফরের দিন।

Advertisement
Advertisement

প্রসঙ্গত উল্লেখ্য, এই ফেব্রুয়ারি মাসের প্রথম দুই সপ্তাহ জুড়ে বাংলাতে ঠাসা কর্মসূচি মোদী-শাহ- নাড্ডার। ৬ ই ফেব্রুয়ারি বাংলায় আসছেন গেরুয়া শিবিরের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (J P Nadda)। জানা গিয়েছে যে, তিনি মালদা থেকে উত্তরবঙ্গ রথযাত্রার সূচনা করবেন। এর পরে ৭ই ফেরুয়ারি রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। হলদিয়ায় একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে চলেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধন করবেন ১১০০ কোটি টাকা খরচ করে বানানো এলপিজি টার্মিনালের। এর পরের দিন, ৮ তারিখ রাজ্যে দুই দিনের সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। আর তারপর ১০ফেব্রুয়ারি আবারও রথযাত্রার উদ্বোধনে রাজ্যে আসবেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সব মিলিয়ে বেশ অনেকটাই উত্তপ্ত থাকতে চলেছে ফেব্রুয়ারি মাস।

Advertisement

প্রসঙ্গত, দিল্লিতে ইজরায়েল দূতাবাসের সামনে বিস্ফোরণের জেরে শেষ মুহূর্তে স্থগিত হয়ে যায় অমিত শাহের বঙ্গ সফর। তাঁর বদলে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে হাওড়া ডুমুরজলা স্টেডিয়ামে বিজেপি যোগদান মেলায় উপস্থিত ছিলেন স্মৃতি ইরানি (Smriti Irani)। আর ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে সভায় ভার্চুয়াল বার্তা দেন অমিত শাহ । ভার্চুয়াল বার্তায় বাংলাতে দীর্ঘ ১০ বছরের শাসক শিবিরের শাসনকালকে বিঁধে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee) তীব্র আক্রমণ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ‘সোনার বাংলা’ গড়তে একুশের ভোটে পরিবর্তনের ডাক দেন। একই সাথে জানান যে, সফর স্থগিত হয়ে গেলেও তিনি শিগগিরই আবার আসছেন।

Advertisement
Advertisement

বলা বাহুল্য, দুই দিনের সফরে বাংলায় এসে প্রথম ঠাকুরনগরে মতুয়াদের সভা এবং পরে ডুমুরজলায় মেলায় যোগদানের কথা ছিল শাহের। ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মাঠে আগের শনিবারের সভা স্থগিত রাখা হয়েছে। কিন্তু ফোনে শনিবারই বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরকে জানিয়েছিলেন যে, বাঁধা মঞ্চ খুলতে হবেনা। খুব তাড়াতাড়ি আসছেন তিনি। আর সেই মঞ্চেই কড়া হবে সভা।

Advertisement

Related Articles

Back to top button