নিউজপলিটিক্সরাজ্য

নভেম্বরের শুরুতে বাংলায় আসছেন অমিত শাহ, প্রস্তুতি তুঙ্গে রাজ্য বিজেপির অন্দরে

Advertisement
Advertisement

আসন্ন ২০২১ সালের বাংলা বিধানসভা নির্বাচন। সেইজন্য এখন থেকেই গেরুয়া শিবির নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। বিহার ভোটের আগেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বিধানসভা ভোটের আগে সাংগঠনিক প্রস্তুতি খতিয়ে দেখার উদ্দেশ্যে আগামী ৫ ও ৬ নভেম্বর রাজ্য সফরে আসবেন বলে জানিয়েছেন বাংলা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement
Advertisement

বিধানসভা নির্বাচনের কথা ভেবে গেরুয়া শিবির রাজ্য বিজেপি সংগঠনকে ৫ টি জোনে ভাগ করেছে। এরইমধ্যে উত্তরবঙ্গ জোনে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা পুজোর সময় বৈঠক করে গেছেন। এরপর অমিত শাহ বাংলায় এসে মূলত চারটি সাংগঠনিক জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন বলে জানা গিয়েছে। নভেম্বর ৫ তারিখে বর্ধমান ও মেদিনীপুর জোন এবং নভেম্বর ৬ তারিখে কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সাথে বৈঠক করবেন তিনি।

Advertisement

অবশ্য এর আগে পরিকল্পনা অন্যরকম ছিল। ৬ ও ৭ নভেম্বর রাজ্যসফরে আসার কথা ছিল দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার। কিন্তু শুক্রবার বিকেলে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের তরফে দিলীপবাবুকে জানানো হয়, নাড্ডার পরিবর্তে বাংলা সফরে আসছেন অমিত শাহ। এর আগে পুজোর সময় উত্তরবঙ্গ সফরে আসার কথা ছিল শাহের। কিন্তু তিনি করোনা ভাইরাস আক্রান্ত হওয়ায় ওই সময়ে বেশ অসুস্থ ছিলেন। তাই সুস্থ হওয়ার পরেই তিনি তড়িঘড়ি বাংলা সফর করতে আসছেন।

Advertisement
Advertisement

অন্যদিকে, ২০২১ বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া গেরুয়া শিবির। ইতিমধ্যেই তারা রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে বেশ কিছু পরিবর্তন এনেছে। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের জায়গায় দায়িত্বে আনা হয়েছে অমিতাভ চক্রবর্তীকে৷ আবার, সেই সাথে শাহ নিজে আসছেন বাংলায় নির্বাচন লড়ার স্ট্র্যাটেজি তৈরি করতে। আগামী ভোটে দলের সাফল্য নিশ্চিত করতে শাহ যে সক্রিয় ভূমিকা পালন করবেন তা শাহের বাংলা সফর দেখেই স্পষ্ট।

Advertisement

Related Articles

Back to top button