নিউজপলিটিক্সরাজ্য

“দিদি কৃষকদের নাম বলেছেন, অ্যাকাউন্ট নম্বর দেননি”, বক্তব্য অমিত শাহের 

মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) তাদের নাম দিয়েছেন কিন্তু নম্বর দেননি, দাবি অমিত শাহের(Amit Shah)

Advertisement
Advertisement

মনে আছে সেই লোকসভা ভোটের আগের কথা? নরেন্দ্র মোদী(Narendra Modi), অমিত শাহরা (Amit Shah) এসে প্রতিটি জনসভায় বলে গিয়েছিলেন,”দিদি এখানে কিষাণ নিধি চালু করতে দেননি। এই রাজ্যের কৃষকরা বঞ্চিত।” পাল্টা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বলেছিলেন,” আমাদের সেই প্রকল্পের দরকার নেই। আমরা কৃষক বন্ধু চালু করছি। বাংলার কৃষকদের জন্য আমরা দিতে পারি। কেন্দ্রের ভিক্ষার কোনও প্রয়োজন নেই।” অবস্থা যখন এমন, সেই সময় আগের মাসে মুখ্যমন্ত্রী বলেছেন,”ঠিক আছে। তবে তাই হোক। কৃষকরা যদি টাকা পায় তাতে আমাদের কোনও আপত্তি নেই।”

Advertisement
Advertisement

কিন্তু ডুমুরজেলার সমাবেশে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। এই দিন তিনি বলেন,”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে নামের তালিকা পাঠিয়েছেন, কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট নং পাঠাননি। নরেন্দ্র মোদী সরকার কৃষকদের টাকা দিতে চায়। কিন্তু মমতা সরকার প্রতারণা করছেন তাদের সাথে।” তার মতে,”মমতাজি, আপনি দ্বিচারিতা কেন করছেন? আমি বিজেপির কর্মীদের বলব, রাজ্যের চাষিদের ঘরে ঘরে গিয়ে বলুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তারা বছরে ৬ হাজার টাকা করে পাচ্ছেন না।”

Advertisement

মাঝে বাংলার সরকারের থেকে বলা হয়েছিল টাকা টা রাজ্যকে দেওয়া হোক। বাংলা সরকার তা কৃষকদের পাঠিয়ে দেবে। কিন্তু তাতে রাজি হয়নি কেন্দ্রের সরকার। অনেকের বক্তব্য, সারা দেশে এক পদ্ধতিতে টাকা যাবে আর বাংলায় আলাদা ভাবে তা তো হয়না। তা ছাড়া এর মাঝে রাজ্যের কয়েক লাখ কর্ষক কিষাণ নিধির জন্য আবেদন ও করেছেন। এক প্রকার চাপে পড়েই আগের মাসে সম্মতি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে এইদিন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও তোপ দাগেন তৃণমূল সরকারের বিরুদ্ধে। তিনি বলেন, কৃষক নিধিতে কোনও কাটমানি নি বলে দিদির সরকার তা করতে দেয়নি। তার সাথে এই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন,”বাংলায় আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি ঘাস্ফুল সরকার গেরুয়া শিবিরে এসে প্রথম বৈঠকেই বাংলায় চালু করবে আয়ুষ্মান ভারত গরিব মানুষ পাবেন ৫ লাখের স্বাস্থ্যবিমা”

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button