আন্তর্জাতিকনিউজ

বিপদের দিনে বন্ধু ট্রাম্প, ভারতকে ভেন্টিলেটর দিচ্ছে আমেরিকা

Advertisement
Advertisement

করোনা মোকাবিলায় এবার ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। করোনা মোকাবিলায় এবার ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্য করতে চলেছে আমেরিকা। শনিবার এই খবর টুইট করে জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টুইটে তিনি লেখেন, “করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমরা ভারতের পাশে আছি। আমরা ভারতকে ভেন্টিলেটর দেব। করোনার ভ্যাকসিন তৈরিতেও ভারত ও আমেরিকা একসাথে কাজ করবে। করোনাকে আমরা দুই দেশ একসাথে হারাবো।” প্রসঙ্গত, এর আগে আমেরিকাকে হাইড্রক্সিক্লোরোকুইন দিয়ে সাহায্য করেছিল ভারত, এবার ভারতকে ভেন্টিলেটর দিয়ে সাহায্যের কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement
Advertisement

এরপর হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, “আমি কিছুদিন আগেই ভারত থেকে ঘুরে এলাম। আমরা ভারতের সাথে যৌথভাবে কাজ করছি। আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী মোদী আমার খুব ভালো বন্ধু। আমরা করোনার বিরুদ্ধে একসাথে লড়তে প্রস্তুত। আমেরিকাতেও অনেক ভারতীয়রা থাকেন। সবাই বড় মাপের গবেষক এবং বিজ্ঞানী, তারা সকলেই এই ভাইরাসের প্রতিষেধক তৈরির কাজ করছেন।”

Advertisement

এর আগে করোনার প্রতিষেধক হিসেবে হাইড্রক্সিক্লোরোকুইনের নাম সামনে আসার পর ভারত এই ড্রাগ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করলে ভারতকে রীতিমতো হুমকি দিয়েছিলেন ট্রাম্প। পরে ভারত রপ্তানিতে সায় দিলে আবার ধন্যবাদও জানান। কয়েকদিন আগেই চীনের সাথে সমস্ত সম্পর্ক শেষ করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। সংশ্লিষ্ট মহলের মতে, চীনের সাথে আমেরিকার শত্রুতা যত বাড়ছে ভারতের সাথে বন্ধুত্ব ততই বাড়াতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। তাই বিপদের দিনে ভেন্টিলেটর দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে সেই বন্ধুত্ব আরও দৃঢ় করার চেষ্টা করলেন ট্রাম্প।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button