রাজ্য

রেশনে দুর্নীতির অভিযোগ, হাওড়ার ডোমজুড়ে শিশুখাদ্য চুরির ঘটনা ফেসবুকে ভাইরাল

Advertisement
Advertisement

কৌশিক পোল্ল্যে, হাওড়া: রেশনের দুর্নীতির ঘটনা রাজ্যে নতুন নয়। সেই ঘটনারই পুনরাবৃত্তি দেখল সোশ্যাল ইউজাররা। আবারো রেশনে দুর্নীতির ঘটনা খোলা ময়দানেই প্রকাশ্যে এল। এই চিত্র বারংবার উঠে আসছে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে। এবার ফেসবুক মারফৎ এক ভিডিও হল ভাইরাল, যেখানে খোলা ময়দানেই চলছে কম রেশন দেওয়ার কারচুপি।

Advertisement
Advertisement

বিষয়টি অঙ্গনওয়াড়ি দপ্তরের একটি ঘটনা। এলাকার অঙ্গনওয়াড়িতে যে সমস্ত শিক্ষিকা ও রন্ধনকর্মীরা কাজ করেন তাদের নির্দেশ দেওয়া হয় উক্ত শিশু বিদ্যালয়ে পঠনরত সমস্ত শিশুর পরিবারকে নির্দিষ্ট পরিমানে খাদ্যসামগ্রী দান করার জন্য। কিন্তু এবিষয়ে কারচুপি চালাচ্ছে ডোমজুড়ের অন্তর্গত ওই অঙ্গনওয়াড়ির কর্মীরা এমনটাই অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে।

Advertisement

মনিতোষ রোহিত নামক জনৈক ফেসবুক ব্যবহারকারী সমস্ত ঘটনাটি ভিডিয়ো লাইভে প্রকাশ্যে আনেন। অঙ্গনওয়াড়ির শিশুদের জন্য মাথাপিছু ২ কেজি চাল বরাদ্দ থাকলেও ওজনে কারচুপি করে কম চাল দিচ্ছেন কর্মীরা। এবিষয়ে প্রমান পেয়ে তারা জানান, মাথাপিছু ১ কেজি ৬০০ গ্রাম বা তারও কম চাল দেওয়া হচ্ছে। এরপরই ক্ষুব্ধ এলাকাবাসী ঘটনার প্রতিবাদ জানান।

Advertisement
Advertisement

শিশুদের জন্য বরাদ্দ খাদ্য বাঁচিয়ে তা কোন গুদামে ঢুকছে তার কোনো সদ্যুত্তর কর্মীরা দিতে পারেননি। শিশুখাদ্য চুরির ঘটনা নিঃসন্দেহে একটি লজ্জাজনক বিষয় বলে মন্তব্য করেছেন অনেকেই। লাইভ ভিডিয়োতে নেটিজেনরা নিজেদের রাগ উগড়ে দিয়েছেন ওই কর্মীদের প্রতি। এভাবেই যদি রেশনে চোটপাট চলতে থাকে তাহলে কোন পরিস্থিতি আগত ভবিষ্যতে! খাদ্যসংকট কি ঘনিয়ে আসছে না? আলোচনায় কোনো সমাধান মিলছে না, এর কোনো সুরাহা মিলবে কিনা সে প্রশ্নেই সরব সাধারন মানুষ।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিয়োটি একঝলক দেখে নিন আপনিও।

Advertisement

Related Articles

Back to top button