ক্রিকেটখেলা

একই দলে খেলবেন বিরাট-রোহিত-ধোনি, জেনে নিন কবে, কখন, কোথায় হচ্ছে এই ম্যাচ

Advertisement
Advertisement

ঐতিহ্যশালী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ টুর্নামেন্ট শুরু হওয়ার ঠিক আগে আইপিএলের আটটি দলের তারকা খেলোয়াড়দের নিয়ে একটি অল-স্টার ম্যাচ আয়োজন করার অভিনব সিদ্ধান্ত নেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ম্যাচ থেকে অর্জিত অর্থের পুরোটাই কোন মহৎ উদ্দেশ্যে দান করে দেওয়া হবে। কোথায় সেটি দেওয়া হবে তা এখনো ঠিক হয়নি। তবে ম্যাচের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে।

Advertisement
Advertisement

আইপিএলের উদ্বোধনী ম্যাচের ঠিক চারদিন আগে মুম্বাইয়ে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৫ মার্চ। আগে যেটা জানা গিয়েছিল যে আইপিএলের আগে ফ্র্যাঞ্চাইজিরা তাদের খেলোয়াড়দের ছাড়তে রাজি নয়। তবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড ও আইপিএল কমিটির বৈঠকের পর জানানো হয় যে ম্যাচটি হতে চলেছে। ভারতের আটটি ফ্র্যাঞ্চাইজিকে উত্তর এবং দক্ষিণে চারটি চারটি করে ভাগ করা হবে।

Advertisement

আরও পড়ুন : বাংলাদেশের পর এই দেশের সাথে দিনরাতের টেস্ট ম্যাচ খেলবে ভারত, জানালেন সৌরভ

Advertisement
Advertisement

কিংস ইলেভেন পঞ্জাব, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্স এই চারটি দলের তারকা খেলোয়াড়দের নিয়ে তৈরি হবে একটি দল এবং চেন্নাই সুপার কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, সানরাইজার্স হায়দ্রাবাদ ও মুম্বই ইন্ডিয়ান্স এই চারটি দলের তারকা খেলোয়াড়দের নিয়ে তৈরি হবে অপর আর একটি দল। তারপর দুটি দলের মধ্যে এই ম্যাচ খেলা হবে।

Advertisement

Related Articles

Back to top button