Today Trending Newsনিউজরাজ্য

আগামী সপ্তাহ থেকে ছুটবে যেসব মেল ও এক্সপ্রেস ট্রেন

করোনা ভাইরাসের কারণে যে সমস্ত ট্রেন বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো চালানোর নির্দেশ দিয়েছেন পূর্ব রেলওয়ের কর্তা

Advertisement
Advertisement

করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউয়ের কারণে বন্ধ হয়ে গেছিলো সমস্ত ধরনের ট্রেন পরিষেবা। বেশ কয়েকদিন ধরে পূর্ব রেলওয়ে তরফ থেকে ট্রেন চালানো সম্ভব হয়নি। কিন্তু আবারও লকডাউন কাটিয়ে সুস্থ হচ্ছে পশ্চিমবঙ্গ। আজ থেকে শুরু হয়েছে নতুন বিধিনিষেধের নীতি, যা আগের থেকে অনেক বেশী স্বাভাবিক। কিন্তু গণপরিবহন চালু থাকলেও ট্রেন এবং মেট্রো এখনই চালু করা হচ্ছে না। এরকম পরিস্থিতিতে এবারে মেল ট্রেন এবং এক্সপ্রেস ট্রেন চালু করার সিদ্ধান্ত নিচ্ছে পূর্ব রেলওয়ে।

Advertisement
Advertisement

পূর্ব রেলের জিএম মনোজ জোশী জানিয়েছেন, হাওড়া থেকে মুম্বাই, মালদহ থেকে দিল্লি, এই সমস্ত জায়গায় ট্রেন পরিষেবা চালু করতে চলেছে পূর্ব রেলওয়ে। যে সমস্ত জায়গায় ট্রেন পরিষেবা বন্ধ হয়ে গেছিল সেই সব ট্রেন আগামী সপ্তাহের মধ্যে চালু করা হবে বলে জানানো হয়েছে।

Advertisement

অন্যদিকে, বাংলাদেশগামী মৈত্রী এক্সপ্রেস এবং বন্ধন এক্সপ্রেস নিয়ে এখনই কোন ঘোষণা করতে নারাজ পূর্ব রেলওয়ে। তারা জানিয়েছে এই সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় সরকার। যদিও, পূর্ব রেলের তরফ থেকে দূরপাল্লার মেইল এবং এক্সপ্রেসসহ আরো ১৮টি ট্রেন পরিষেবা চালু হচ্ছে আগামী বুধবারের মধ্যে।

Advertisement
Advertisement

কিন্তু লোকাল ট্রেন পরিষেবা এখনই চালু হচ্ছে না। বারংবার লোকাল ট্রেন চালানো নিয়ে রাজ্যের কাছে আবেদন করা হলেও রাজ্য সরকারের অনুমতি মেলেনি। অন্যদিকে পূর্ব রেলওয়ে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যে সমস্ত রেলকর্মী মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ এবং তাদের পরিবারের একজনকে চাকরি দেবার কাজ অত্যন্ত দ্রুততার সাথে শেষ করার কথা জানিয়েছেন পূর্ব রেলওয়ে জিএম। এই কাজ, মৃত্যুর এক মাসের মধ্যে শেষ হওয়ার কথা। কিন্তু লকডাউনের মধ্যে এই কাজ সম্ভব হচ্ছে না এবং দেরি হচ্ছে বলে জানিয়েছেন পূর্ব রেলওয়ে জিএম মনোজ জোশী।

Advertisement

Related Articles

Back to top button