বলিউডবিনোদন

Kiara-Sid Weeding: কিয়ারা বিয়ে করলেন সিদ্ধার্থ মালহোত্রাকে, প্রাক্তন বান্ধবী আলিয়া ভাট এভাবে বিয়ের অভিনন্দন জানিয়েছেন

×
Advertisement

বিগত বেশ কয়েকমাস ধরে কিয়ারা আডবাণী ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে চর্চা চলছে। মাঝে তাদের বিচ্ছেদের খবরও প্রকাশ্যে এসেছিল। তবে সমস্ত গুজবকে দূরে সরিয়ে এবার সত্যিই বিয়ের পিঁড়িতে বলিউডের এই পাওয়ার কাপেল। বলাই বাহুল্য, এই মুহূর্তে গোটা মিডিয়ামহল সরগরম তাদের বিয়ের খবরেই। মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র সাধারণমহল এই মুহূর্তে মেতে রয়েছে তাদের শেয়ার করে নেওয়া বিয়ের ছবি নিয়েই। সেই ছবি বারবার দেখেও মন ভরছে না তাদের।

Advertisements
Advertisement

মঙ্গলবার অর্থাৎ ৭’ই ফেব্রুয়ারি জয়সালমীর থেকে ১৬ কিলোমিটার দূরে অবস্থিত বিলাসবহুল সূর্যগড় হোটেলেই তাদের বিয়ের সমস্ত আয়োজন করা হয়েছিল। ফুল দিয়েই সাজানো হয়েছিল গোটা সূর্যগড় হোটেল। খাওয়া-দাওয়ার আয়োজনও ছিল এলাহি। খুব সম্ভবত দুপুর ২’টো থেকে ৪’টের মধ্যে একে অপরের সাথে জীবন কাটানোর জন্য অঙ্গীকার বন্ধ হয়েছিলেন তারা। বিয়ের সমস্ত কাজ সম্পন্ন হওয়ার পর থেকেই তারকা থেকে সাধারণ মহল এই তারকা জুটিকে একরাশ শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন। বাদ যাননি অভিনেতার প্রাক্তন আলিয়া ভাটও। তাদের ছবি নিজের স্টোরিতে শেয়ার করেই জানিয়েছেন শুভেচ্ছাবার্তা।

Advertisements

Advertisements
Advertisement

তাদের বিয়ে সম্পন্ন হওয়ার পরেই তাদের দুজনের ছবি নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে শেয়ার করেই তাদের দুজনকে আগামী বিবাহিত জীবনের জন্য শুভেচ্ছা জানিয়েছেন আলিয়া। আর সেই ঝলক খুব স্বাভাবিকভাবেই নজর এড়ায়নি নেটজনতার পাশাপাশি মিডিয়ামহলেরও। বলাই বাহুল্য, এই মুহূর্তে সেই ঝলকই রীতিমতো ভাইরাল অধিকাংশের মাঝে।

মহেশ ভাট পরিচালিত ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার’ ছবির সূত্র ধরেই আলিয়া ভাট, সিদ্ধার্থ মালহোত্রা ও বরুণ ধাওয়ানের ডেবিউ ঘটেছিল এই ইন্ডাস্ট্রিতে। বলিউডে আসার পর প্রায় দু’বছর একে অপরকে ডেট করেছিলেন সিদ্ধার্থ ও আলিয়া। তবে পরবর্তীকালে তাদের সম্পর্ক ভেঙে যায়। বর্তমানে কাপুর পরিবারের পুত্রবধূ আলিয়া। খুব সম্প্রতি কন্যা সন্তানেরও জন্ম দিয়েছেন তিনি। রণবীর কাপুরের সাথে এখন চুটিয়ে সংসারও করছেন অভিনেত্রী। অন্যদিকে কিয়ারার সাথে নতুন জীবনের সূচনা করলেন সিদ্ধার্থও।

বলাই বাহুল্য, বিকেল থেকেই তাদের বিয়ের ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মিডিয়ামহলের পাশাপাশি সমগ্র নেটদুনিয়া। অপেক্ষায় ছিলেন কিয়ারা ও সিদ্ধার্থের অগণিত ভক্তমহলও। এদিন তাদের বিয়ের আসরে উপস্থিত ছিলেন একাধিক নামিদামি তারকা খচিত মানুষ। সেই কথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। তাদের বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই বলিউডের একাধিক তারকারা তাদের ছবি শেয়ার করেই নিজেদের মনের কথা জানিয়ে তাদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেই সেই সমস্ত ঝলক মিলবে। আর সেই তালিকাতেই নাম লিখিয়েছেন আলিয়া ভাট নিজেও। তাদের শেয়ার করে নেওয়া ছবিতেই একে অপরের প্রতি তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল স্পষ্ট। আপাতত, এই নিয়েই মেতে রয়েছে সমগ্র মিডিয়ামহল।

Related Articles

Back to top button