নিউজরাজ্য

প্রবীণ নাগরিক এবং শিক্ষার্থীদের জন্য অর্থসাহায্য সহ একগুচ্ছ প্রকল্পের ঘোষণা মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের

Advertisement
Advertisement

আর কিছুদিনের মধ্যেই আসতে চলেছে বিধানসভা নির্বাচন। তার আগে প্রতিটি রাজনৈতিক দল তাদের একাধিক সভা অনুষ্ঠান করে চলেছে। একুশের নির্বাচনের আগে সোমবার স্বাস্থ্য সাথী প্রকল্প থেকে খাদ্য সাথী প্রকল্প সহ একাধিক বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। চলুন দেখে নেওয়া যাক এই ঘোষণা গুলিকে।

Advertisement
Advertisement

১) স্বাস্থ্য সাথী – নগদ বিহীন এবং বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে এবং পৌর ওয়ার্ডের স্তরে আপনাদের আসতে হবে। সেখানে নির্দিষ্ট ক্যাম্পেইন আয়োজন করা হবে। প্রথম রাউন্ডেই আপনারা এস ওপি নিয়ে ক্যাম্পেইনে আসেন তাহলে আপনারা দ্বিতীয় রাউন্ডের মধ্যে কার্ড পেয়ে যাবেন।

Advertisement

২) জাতিগত শংসাপত্র- তপশিলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির জন্য জাতিগত শংসাপত্র প্রদান করা হবে এখানে।

Advertisement
Advertisement

৩) জয় জোহর এবং তপশিলি বন্ধু প্রকল্প – এই প্রকল্পের মাধ্যমে আদিবাসী উন্নয়নদপ্তর এবং অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের উদ্যোগে আদিবাসী এবং দলিত সম্প্রদায়ের বরিষ্ঠ নাগরিক কে ১,০০০ টাকা প্রতি মাসে অর্থসাহায্য দেওয়া হবে। তবে শর্ত হিসেবে তাকে অন্য কোন প্রকল্প গ্রহণ করা চলবে না।

৪) শিক্ষাশ্রী – অনগ্রসর শ্রেণী, তপশিলি জাতি, আদিবাসী ছাত্র-ছাত্রীদের প্রতি বছরে ৮,০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। সংখ্যালঘু ছাত্রছাত্রীরা ঐক্যশ্রী প্রকল্পের মাধ্যমে বৃদ্ধি পেয়ে থাকেন। আন্তর্জাতিক সম্মানে ভূষিত কন্যাশ্রী প্রকল্প রয়েছে এর সাথে। এর জন্য রাজ্য জুড়ে ২০,০০০ ক্যাম্প করা হবে।

৫) খাদ্য সাথী- খাদ্য সাথী প্রকল্প ক্যাম্পে আবেদন জানাতে হবে। আবেদন জানালে নাম ঠিকানা সংশোধন, কুপন থেকে কার্ডে রূপান্তরিত করার বিভিন্ন উপায় ঠিক করাতে পারবেন।

৬) রুপশ্রী- রূপশ্রী প্রকল্পে একটি সুনির্দিষ্ট বয়সের পর বিবাহের জন্য কন্যাকে আর্থিক সাহায্য প্রদান করা হবে। এই রূপশ্রী প্রকল্প জনিত কোন সমস্যায় পড়লে আপনারা ক্যাম্পে এসে যোগাযোগ করতে পারবেন।

এছাড়াও, ১০০ দিনের কাজ এবং জব কার্ড সংক্রান্ত যে কোন সমস্যা হলে সাহায্য করা হবে এই ক্যাম্পে।

Advertisement

Related Articles

Back to top button