বলিউডবিনোদন

গোয়ায় বিলাসবহুল বাংলো কিনলেন অক্ষয় কুমার, জানুন বাড়ির দাম কত?

Advertisement

কৌশিক পোল্ল্যে: মুম্বাইয়ের মতো মেট্রোপলিটান শহরও ক্রমশই অত্যন্ত জনবহুল হয়ে পড়ছে, ফলে বলি সেলেবরা মুম্বাইয়ের থেকে দুরে কোনো নিরিবিলি স্থানে বসতবাড়ি বা সখের বাড়ি কিনতেই বেশি আগ্রহী হয়ে পড়ছেন। ঠিক যেমনটা করেছেন ঈশ্বর্য রাই বচ্চন, দুবাইয়ে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন বেশ কয়েক বছর আগে।

এবার সেই একই পথ অবলম্বন করলেন অক্ষয় কুমার। কিনে ফেললেন এক বিলাসবহুল বাংলো তাও গোয়ার সুন্দর সমুদ্রসৈকতের একেবারে নিকটে। এখান থেকে সমুদ্রের ভিউ সহ সূর্যাস্তের ভিউ সবটাই অসাধারনভাবে উপভোগ করা যায়। মনোরম এই পরিবেশে কেন বাংলো কিনলেন অক্ষয় তাও জানালেন স্পষ্টভাবেই।

আরও পড়ুন : রঙে মাখামাখি নিক-প্রিয়াঙ্কা, সঙ্গ দিলেন ক্যাটরিনা

ইদানিং মুম্বাইয়ের ব্যস্ত জনজীবন থেকে একটু অবসর সময়ে বিশেষ মুহূর্ত কাটাতেই এই সিদ্ধান্ত অক্ষয়ের। আর তাছাড়া মনোরম পরিবেশ সহ এখানে রয়েছে উন্নত নেটওয়ার্কিং ও যাতায়াত ব্যবস্থা। যদিও এরজন্য তার পকেট থেকে খসে গিয়েছে একটি মোটা অঙ্কের টাকা।

এই বাংলোর দাম ছিল ভারতীয় অঙ্কে পাঁচ কোটি টাকা। যেহেতু গোয়া ছিল পোর্তুগিজদের প্রাচীন ঘাঁটি, তারা এদেশে আসার পর এই স্থানে উপনিবেশ স্থাপন করেন তাই ঐতিহাসিক এলাকা হিসেবে এর গুরুত্ব অসীম। এছাড়াও গোয়ার সি বিচ এর জগৎজোড়া সুনাম রয়েছে। তাই বলাই যায় একেবারে ঝাঁ চকচকে পাঁচ কোটির বাংলো এল খিলাড়ির দখলে।

Related Articles

Back to top button